২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


তফসিল ঘোষণাকে স্বাগত

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই : আ’লীগ

-

নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো শঙ্কা নেই।
তফসিল ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দলের পক্ষে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এ কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে হানিফ আরো বলেন, ‘আমরা আশা করি নির্বাচন কমিশন যে শিডিউল ঘোষণা করেছে, সে অনুযায়ী একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা মনে করি নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্নভাবে যে ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছিল; শিডিউল ঘোষণার মধ্যদিয়ে তা কেটে গেছে। দেশের মানুষ এখন আনন্দমুখর। তারা বিশ্বাস করে নির্দিষ্ট সময় ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর সব রাজনৈতিক দল একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবেÑ এটি আমাদের প্রত্যাশা।’
ঐক্যফ্রন্টের পুনঃতফসিলের দাবির ব্যাপারে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘প্রতিটি রাজনৈতিক দলই চায় জনগণের সেবা করতে। সে জন্য নির্বাচনে আসতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে মতায় বসতে হবে। তারা যদি জনগণের সেবা করতে চায় তাহলে নির্বাচনে আসবেÑ এমনটাই আমরা প্রত্যাশা করি।’

 


আরো সংবাদ



premium cement