০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


ইয়েভমেনভের পরিবর্তে মোইসিয়েভকে নৌপ্রধান বানালো রাশিয়া

- ছবি : এপি

নৌবাহিনীর প্রধান পরিবর্তন করেছে রাশিয়া। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়ার নৌবাহিনীর প্রধানের পদ থেকে অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভকে সরিয়ে দেয়া হয়েছে। তার স্থানে রাশিয়ার নর্দার্ন ফ্লিটের সাবেক কমান্ডার আলেকজান্ডার মোইসিয়েভকে রুশ নৌবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

রুশ নৌবাহিনীর শীর্ষ পদে এই বদল আসার আগে খবর বেরিয়েছিল যে ইউক্রেনের হামলায় কৃষ্ণসাগরে বারবার যুদ্ধজাহাজ খোয়ানোর জেরে ইয়েভমেনভকে বরখাস্ত করা হয়েছে।

ইয়েভমেনভ ২০১৯ সালের মে মাস থেকে রুশ নৌবাহিনীর প্রধানের পদে ছিলেন।

রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ জানায়, এক অনুষ্ঠানে মোইসিয়েভকে রুশ নৌবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

মোইসিয়েভকে রুশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার খবরের বিষয়ে গত সপ্তাহে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল ক্রেমলিন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই যুদ্ধ এখনো চলছে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement