০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


তীব্র মন্দার মুখে জার্মানি

তীব্র মন্দার মুখে জার্মানি - ছবি : সংগৃহীত

ক্রমাগত মুদ্রাস্ফীতি জার্মান অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে।

চলতি বছরের প্রথম দিকে প্রবৃদ্ধি সঙ্কুচিত হওয়ায় মন্দার মধ্যে রয়েছে ইউরোপের বৃহত্তম অর্থনীতি। তাছাড়া, ইউক্রেনের যুদ্ধের কারণে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে, যা জার্মানির অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জার্মানির পরিসংখ্যান দফতর জানিয়েছে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশটির অর্থনীতি শূন্য দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে। বিগত বছরের শেষ তিন মাসে দেশটির অর্থনীতি শূন্য দশমিক ৫ শতাংশ সঙ্কুচিত হয়েছে।

জার্মান আর্থিক প্রতিষ্ঠান ডেকা ব্যাংকের বিশ্লেষক আন্দ্রেয়াস শালা জানান, মুদ্রাস্ফীতির চাপ জার্মান ভোক্তাদের ওপর বিশাল বোঝা চাপিয়ে দিয়েছে। এতে সমগ্র অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। চলতি বছরের এপ্রিলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানিতে মুদ্রাস্ফীতি ছিল ৭ দশমিক ২ শতাংশ। এই গড় ইউরো অঞ্চলে সর্বোচ্চ, তবে ব্রিটেনের চেয়ে কম। একই মাসে যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি ছিল ৮ দশমিক ৭ শতাংশ।

জার্মানিতে উচ্চ মূল্যের কারণে খাদ্য, পোশাক ও আসবাবপত্রের মতো খাতে পরিবারের ব্যয় হ্রাস পেয়েছে। অন্যদিকে, জ্বালানি তেলের উচ্চ মূল্য ব্যবসা ও শিল্প উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলেছে।

দেশটির ফেডারেল পরিসংখ্যান সংস্থা 'ডিস্ট্যাটিস'-এর এক বিবৃতিতে আরও বলা হয়, দিনের পর দিন উচ্চ মূল্যস্ফীতি অব্যাহত থাকায় বছরের শুরুতে এটি জার্মান অর্থনীতির ওপর প্রভাব ফেলে।
সূত্র : আজকাল

 


আরো সংবাদ



premium cement
পাথরঘাটায় দেড় মণ হরিণের গোশত উদ্ধার টঙ্গীবাড়ীতে অজ্ঞাত কিশোরের গলা কাটা লাশ উদ্ধার জাল দলিলে আপনার জমি দখল হয়ে গেলে কী করবেন? আমির খানকে পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ সম্মাননা টানা জয়ের খোঁজে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে বাংলাদেশ ‘শুক্রবার ক্লাস নেয়ার বিষয়টি ভুল করে ফেসবুকে পোস্ট হয়েছিল’ চকরিয়ায় চিংড়ি ঘের থেকে একজনের লাশ উদ্ধার জনগণের কথা চিন্তা করে জনবান্ধব আইন তৈরি করতে হবে : আইনমন্ত্রী হাওরের ৯৭ শতাংশ বোরো ধান কাটা শেষ : কৃষি মন্ত্রণালয় শিক্ষকদের ওপর হামলাকারী শিক্ষার্থীদের বহিষ্কার চায় শিক্ষক সমিতি কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে অন্তঃসত্তা মা ও পাঁচ বছরের ছেলের মৃত্যু

সকল