০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


এস্টোনিয়ায় নির্বাচন : ইউক্রেনপন্থীদের বিপুল জয়

এস্টোনিয়ায় নির্বাচন : ইউক্রেনপন্থীদের বিপুল জয় - ছবি : সংগৃহীত

উত্তর ইউরোপের দেশ এস্টোনিয়ায় প্রধানমন্ত্রী কাজা কালাসের মধ্য-ডানপন্থী রিফর্ম পার্টি পার্লামেন্ট নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েছে। এর ফলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের হাত আরো শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের প্রতি যেসব নেতা বলিষ্ঠভাবে সমর্থন দিচ্ছেন, তাদের অন্যতম হলেন কালাস।

এখন পর্যন্ত গণনা করা ৯৯ ভাগ ব্যালটের মধ্যে কালাসের উদার গ্রুপটি ৩১.৬ ভাগ ভোট পেয়েছে। আর উগ্র ডানপন্থী ইকেআরই পেয়েছে ১৬.১ ভাগ ভোট। এস্টোনিয়ার জাতিগত রুশ সংখ্যালঘুদের দল সেন্টার পার্টি পেয়েছে ১৪.৭ ভাগ ভোট।

জয়ের পর রাজধানী তালিনের এক হোটেলে সমর্থকদের উদ্দেশে ৪৫ বছর বয়স্ক কালাস বলেন, এটি হলো সুশাসনের প্রতি ঐক্যবদ্ধ রায়।

রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্তের দেশ এস্টোনিয়া বিপুলভাবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দিয়ে যাচ্ছে। অর্থনীতির হিসাবে অন্য যেকোনো দেশের তুলনায় ইউক্রেনকে সবচেয়ে বেশি সহায়তা দিয়ে যাচ্ছে এস্টোনিয়া।

কালাস বলেন, তার সরকার রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখবে।

সূত্র : আল জাজিরা

 


আরো সংবাদ



premium cement