০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে সাফল্য পাওয়ার দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের

ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে সাফল্য পাওয়ার দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের - ছবি : সংগৃহীত

রাশিয়া বলেছে, ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে রুশ বাহিনী নতুন করে বেশ কিছু সাফল্য পেয়েছে। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার এক বছর পূর্তি ঘনিয়ে আসার একই সময়ে এ দাবি করলে রাশিয়া। গত বছর ২৪ ফেব্রুয়ারি কিয়েভের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল মস্কো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল সোমবার এক বিবৃতিতে বলেছে, রুশ সেনারা ইউক্রেনীয় বাহিনীকে হটিয়ে দিয়ে দুই কিলোমিটার পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। তবে ঠিক কোন স্থানে এ ঘটনা ঘটেছে তা জানায়নি ওই মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, রুশ সেনাবাহিনী শত্রুদের প্রতিরোধ ভেঙে ফেলেছে এবং তাদের প্রতিরক্ষা লাইনের ভেতরে কয়েক কিলোমিটার পর্যন্ত ঢুকে পড়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানের নাম না বললেও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের চারপাশে প্রচণ্ড যুদ্ধ চলছে বলে বিভিন্ন সূত্র খবর দিয়েছে। গত এক মাস ধরে ওই শহরের আশপাশে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হলেও শহরটি এখনো ইউক্রেনের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

বাখমুত শহরটি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলে অবস্থিত। দোনেস্কের বেশিরভাগ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে থাকলেও বাখমুতসহ আরো কিছু শহর এখনো ইউক্রেনের দখলে রয়েছে। এ কারণে বাখমুতের দখল নিতে মরিয়া হয়ে উঠেছে রাশিয়া।

ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, শহরটিতে তাদের ‌১৬টি অবস্থান লক্ষ্য করে ট্যাংক, কামান ও আর্টিলারি গোলাবর্ষণ করে যাচ্ছে রাশিয়া।

ওয়াগনার নামক রুশ ভাড়াটে সেনারা মূলত বাখমুত দখলের লড়াইয়ে অংশ নিচ্ছে। কারাগার থেকে শর্তের ভিত্তিতে মুক্তি পাওয়া বন্দিদের নিয়ে গঠিত ওয়াগনার বাহিনীর প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোঝিন বলেছেন, তারা এরইমধ্যে বাখমুতের উত্তর প্রান্তের ক্রাসনা হোরা গ্রামটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন।
সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement
গাজীপুরে পল্লী বিদ্যুতের সাবস্টেশনে দুর্ধর্ষ ডাকাতি সখীপুরে স্কুল খোলা থাকলেও নেই শিক্ষার্থী, প্রধান শিক্ষকের রুমে তালা বিজয়ের সেঞ্চুরিতে ডিপিএলে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী বিদ্যুৎস্পৃষ্টে নয়, মা গলা টিপে হত্যা করেন শিশু মাইশাকে গরমে ঢাকার হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ, শিশু ওয়ার্ডে আসন সঙ্কট প্রকট এ জে মোহাম্মদ আলীর রূহের মাহফিরাত কামনায় সুপ্রিম কোর্টে দোয়া চৌগাছায় দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ১ বিঘা জমির পানের বরজ সেলফি তুলতে চাওয়ায় ভক্তের ওপর চটেছেন সাকিব, চেপে ধরলেন ঘাড় টিভি চ্যানেলের অবৈধ সম্প্রচার বন্ধে কার্যক্রম শুরু যেখানে অবৈধ পাথর খনির মিহি গুঁড়াতে ভরে ওঠে ফুসফুস শিবপুরে গৃহবধূর আত্মহত্যা : স্বজনদের দাবি হত্যা, স্বামী আটক

সকল