০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলার সময় লোকজন মেট্রো স্টেশনের ভেতরে আশ্রয় নিচ্ছেন - ছবি : সংগৃহীত

একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে শুক্রবার ইউক্রেনে গোলা বর্ষণ করেছে রাশিয়া। ক্ষেপনাস্ত্রগুলো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত করে, আর এর ফলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

ঝাপোরিঝিয়ার ভারপ্রাপ্ত মেয়র জানান, শহরটিতে এক ঘণ্টার মধ্যে ১৭টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ঝাপোরিঝিয়ায় ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র অবস্থিত।

সারা দেশে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। কর্মকর্তারা জনসাধারণকে সাইরেনের দিকে মনোযোগ দেয়ার জন্য সতর্ক করে দেন এবং সেগুলো শোনামাত্র নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেন।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পূর্তির ঠিক আগে, শুক্রবারের এই হামলা চালানো হলো।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাম্প্রতিক লন্ডন, প্যারিস এবং ব্রাসেলস সফরের পর এই হামলা চালানো হলো। ওই সফরকালে তিনি রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে সাহায্য করার জন্য যুদ্ধবিমান চাওয়ার উদ্দেশে ইউরোপীয় নেতাদের সাথে সাক্ষাৎ করেছিলেন।

ইউক্রেন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং অন্যান্য ন্যাটো মিত্রদের কাছ থেকে ট্যাংক পাবার প্রতিশ্রুতি পেয়েছে। তবে রাশিয়ার বিরুদ্ধে পালটা আক্রমণ চালানোর জন্য এখনো পর্যাপ্ত ট্যাংক নেই দেশটির।

এদিকে, শুক্রবার রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, রাশিয়া মার্চ থেকে ৫ লাখ ব্যারেল তেল উৎপাদন হ্রাস করবে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে, পশ্চিমা দেশগুলো রাশিয়ার অপরিশোধিত তেল ক্রয়কালে মূল্যের ওপর সীমা নির্ধারণ করে দিয়েছে।

প্যারিসে অনুষ্ঠেয় ২০২৪ সালের অলিম্পিক গেমসে, রাশিয়া এবং বেলারুশের ক্রীড়াবিদদের অংশগ্রহণ থেকে বিরত রাখার প্রচেষ্টায়, সমর্থন পেতে শুক্রবার জেলেন্সকির ক্রীড়া মন্ত্রীদের এক শীর্ষবৈঠকে বক্তব্য দেয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি চায়, ক্রীড়াবিদরা তাদের জাতীয় পতাকা ব্যবহার না করে অংশগ্রহণ করুক।
সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement
ভিসা জটিলতায় আয়ারল্যান্ড সিরিজে অনিশ্চিত আমিরের জামালপুরে অ্যাজেন্টদের মারধরের অভিযোগ, আহত ৩ ট্রাম্পের সাথে যা ঘটেছিল পর্ন তারকা স্টর্মির মধ্য বয়স থেকে যে অভ্যাসগুলো আপনার আয়ু বাড়াবে শাল্লায় ২ চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ, কারাগারে ৪ পররাষ্ট্রমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের এফসিডিও'র ইন্দো-প্যাসিফিক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ রাফায় ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে : রাশিয়া মিরসরাইয়ে জাল ভোট, ৩ নির্বাচনী কর্মকর্তা আটক উপজেলা নির্বাচনের কেন্দ্রগুলো খাঁ খাঁ করছে : মেজর হাফিজ হজযাত্রীদের জীবন আল্লাহর রাস্তায় উজাড় করে দিতে হবে : জামায়াত আমির ডলারের দাম ৭ টাকা বাড়াল বাংলাদেশ ব্যাংক

সকল