২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


কিয়েভে ফের দূতাবাস চালু করেছে যুক্তরাষ্ট্র

কিয়েভে ফের দূতাবাস চালু করেছে যুক্তরাষ্ট্র - ছবি : সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর সাময়িকভাবে দূতাবাস দেশটির পশ্চিমাঞ্চলীয় লিভ শহরে স্থানান্তরিত করার পর পুনরায় দেশটির রাজধানী কিয়েভে দূতাবাস চালু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর বুধবার কিয়েভে ফের তাদের দূতাবাস চালু করার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন বলেন, ‘আমাদের নিরাপত্তা সহযোগিতায় ইউক্রেনের জনগণ রাশিয়ার ‘কাণ্ডজ্ঞানহীন আগ্রাসন’ মোকাবেলা করে তাদের মাতৃভূমিকে রক্ষা করেছে।’

তিনি আরো বলেন, ‘ক্রেমলিনের নিষ্ঠুর আগ্রাসন থেকে তারা নিজ দেশকে রক্ষা করায় ইউক্রেন সরকার ও জনগণের প্রতি আমাদের জোরালো সহযোগিতা অব্যাহত থাকবে।’

এদিকে বুধবার সন্ধ্যায় মার্কিন সিনেট পেশাদার কূটনীতিক ব্রিজেট ব্রিঙ্ককের মনোনয়ন নিশ্চিত করেছে। তিনি ইউক্রেনে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হতে যাচ্ছেন।

২০১৯ সালের পর ইউক্রেনে মার্কিন সিনেট অনুমোদিত যুক্তরাষ্ট্রের কোনো স্থায়ী দূত ছিল না। ওই সময় দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রদূত ম্যারি ইয়োভানোভিচকে তার পদ থেকে সরিয়ে দেন।

উল্লেখ্য, মাত্র কয়েক সপ্তাহ আগে প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিজেট ব্রিঙ্ককে মনোনয়ন দিয়েছিলেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement