০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন পি. অ্যালিসন ও তাসুকু

জেমস পি অ্যালিসন ও তাসুকু হোনজো। - সংগৃহীত

২০১৮ সালের নোবেল পুরস্কার প্রদান শুরু হয়েছে। চলতি বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন জেমস পি অ্যালিসন ও তাসুকু হোনজো।

জেমস পি. অ্যালিসন যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তাসুকু হোনজো জাপানের কিয়োটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

‘নেগেটিভ ইমিউন রেগুলেশনে বাধা দানের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসার পদ্ধতি উদ্ভানের জন্য তাদেরকে' এই পুরস্কার দেয়া হয়েছে বলে জানায় নোবেল কর্তৃপক্ষ।

নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার এই দুই বিজ্ঞানী ভাগ করে নেবেন। 

উল্লেখ্য, যৌন হয়রানীর অভিযোগ বা '#MeToo' আন্দোলনের কারণে এবছর সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement