০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


কানের ৭৭তম আসরে থাকছে যেসব সিনেমা

-

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর আগামী ১৪ থেকে ২৫ মে অনুষ্ঠিত হবে। ওই উৎসবের সমান্তরাল তিন বিভাগ ডিরেক্টরস ফোর্টনাইট ক্রিটিকস উইক এবং এসিআইডিতে এবারের আসরে নির্বাচিত চলচ্চিত্রের তালিকা প্রকাশিত হয়েছে। ক্যামেরা দ্যর পুরস্কারের জন্য কানের অফিসিয়াল সিলেকশনের পাশাপাশি এই তিন বিভাগে নির্বাচিত নবাগত পরিচালককে বিবেচনায় রাখা হয়। এ ছাড়া অফিসিয়াল সিলেকশনের পাশাপাশি 'ডিরেক্টরস ফোর্টনাইট ও ক্রিটিকস' উইকে নির্বাচিত ছবিকে পুরস্কারের বেলায় বিবেচনায় রাখে চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক ফেডারেশন ফিপরেসি।
শুরুতে ৫৬তম ডিরেক্টরস ফোর্টনাইটে নির্বাচিত চলচ্চিত্রের কথা বলা যাক। ফ্রান্সের রাজধানী প্যারিসের সাংস্কৃতিক কেন্দ্র ফোরাম দ্য ইমাজে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তালিকাটি ঘোষণা করা হয়। এতে রয়েছে ভারতের করণ কান্ধারি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'সিস্টার মিডনাইট'। এশিয়া থেকে স্থান পেয়েছে জাপানের ইয়োকো ইয়ামানাকা পরিচালিত 'ডেজার্ট অব নামিবিয়া' এবং ইয়োকো কুনো ও নোবুহিরো ইয়ামাসতা পরিচালিত 'গোস্ট ক্যাট আনজু', তাইওয়ানের চাং ওয়েই লিয়েং ও ইউ চাও ইন পরিচালিত 'মংগ্রেল'। ১৯৬৮ সালে ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে কান উৎসব বাতিল হয়। এর পরের বছর (১৯৬৯) সমান্তরাল বিভাগ কাজেন দ্য সিনেয়াস্ত (ডিরেক্টরস ফোর্টনাইট) চালু করে ফ্রেঞ্চ ডিরেক্টরস গিল্ড। এতে প্রথমবারের মতো যুক্ত হয়েছে পিপলস চয়েস। এর অংশ হিসেবে দর্শকদের ভোটে একটি অসাধারণ সিনেম্যাটিক উপস্থাপনাকে পুরস্কৃত করা হবে। সমাপনীতে প্রয়াত বেলজিয়ান নারী নির্মাতা শান্টাল আকেরম্যানের ফাউন্ডেশন সাড়ে সাত হাজার ইউরো পুরস্কার দেবে বিজয়ী চলচ্চিত্রের পরিচালককে। তার নির্মিত 'আমেরিকান স্টোরিস ফুড, ফ্যামিলি অ্যান্ড ফিলোসফি' দেখানো হবে স্পেশাল স্ক্রিনিংয়ে। ১৯৮৯ সালে ৩৯তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয় এটি। ৫৬তম ডিরেক্টরস ফোর্টনাইটের উদ্বোধন হবে আগামী ১৫ মে। অনুষ্ঠানে ফরাসি সংগঠন সোসাইটি অব দ্য ফিল্ম ডিরেক্টরসের পক্ষ থেকে সম্মানসূচক ক্যারোস দ্যর সম্মান পাবেন ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক আন্ড্রেয়া আর্নল্ড। ডিরেক্টরস ফোর্টনাইট চলবে ২৫ মে পর্যন্ত। সমাপনীতে পিপলস চয়েস ছাড়া যথারীতি থাকছে সেরা ইউরোপিয়ান সিনেমা (ইউরোপা সিনেমাস লেবেল
অ্যাওয়ার্ড), সেরা ফরাসি ভাষার সিনেমা (এসএসিডি অ্যাওয়ার্ড), আর্ট সিনেমা অ্যাওয়ার্ড এবং ইলি প্রাইজ।

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
দিস লাইফ অব মাইন (সোফি ফিলিয়ের, ফ্রান্স, উদ্বোধনী চলচ্চিত্র) ক্রিসমাস ইভ ইন মিলারস পয়েন্ট (টাইলার টায়োরমিনা, যুক্তরাষ্ট্র) ডেজার্ট অব নামিবিয়া (ইয়োকো ইয়ামানাকা, জাপান)
ইস্ট অব নুন (হালা এলকুসি, মিসর)
ইট দ্য নাইট (ক্যারোলিন পজ্জি ও জোনাথন ভিনেল, ফ্রান্স)
ইইপিএইচইউএস (কারসন লান্ড, যুক্তরাষ্ট্র, প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র) গেজার (রায়ান জে, সে-ান, যুক্তরাষ্ট্র, প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র) গোস্ট ক্যাট আনজু (ইয়োকো কুনো ও নোবুহিরো ইয়ামাসতা, জাপান) গুড ওয়ান (ইন্ডিয়া ডোনাল্ডসন, যুক্তরাষ্ট্র, প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র)
ইন হিজ ওন ইমেজ (থিয়েরি দ্য পেরেন্ডি, ফ্রান্স) মংগ্রেল (চাং ওয়েই লিয়েং ও ইউ চাও ইন, তাইওয়ান, প্রথম
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র) সাভানা অ্যান্ড দ্য মাউন্টেন (পাওলো কারনেইরো, পর্তুগাল)
সিস্টার মিডনাইট (করণ কান্ধারি, ভারত) সামথিং ওল্ড, সামথিং নিউ, সামথিং বরোড (এরনান রোসেল্লি,
আর্জেন্টিনা)
দ্য ফলিং স্কাই (এরিক হশা ও গ্যাব্রিয়েলা কারনেইরো দ্যা কুনিয়া, ব্রাজিল)
দ্য হাইপারবোরিয়ানস (ক্রিস্তোবাল লেয়ন ও ওয়াকিন কোসিনিয়া, চিলি)
দ্য আদার ওয়ে অ্যারাউন্ড (হোনাস ক্রয়েবা, স্পেন) টু অ্যাল্যান্ড আননোন (মাহেদি ফ্রাইফাল, ফিলিস্তিন/ডেনমার্ক)
ইউনিভার্সেল ল্যাঙ্গুয়েজ (ম্যাথু র‍্যানকিন, কানাডা) ভিজিটিং আওয়ার্স (প্যাত্রিসিয়া ম্যাজুই, ফ্রান্স)
প-াস্টিক গানস (জ্য-ক্রিস্তোফ মুরিস, ফ্রান্স, সমাপনী চলচ্চিত্র)

স্পেশাল স্ক্রিনিং
আমেরিকান স্টোরিস ফুড, ফ্যামিলি অ্যান্ড ফিলোসফি (শান্টাল আকেরম্যান, বেলজিয়াম)

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
আফটার দ্য সান (রায়ান মাকির্দি, ফ্রান্স/আলজেরিয়া)
অন্তোয়ান, এলিজ অ্যান্ড লেয়দ (জুল ফোলে, ফ্রান্স) এক্সট্রিমলি শর্ট (কোজি ইয়ামামুরা, জাপান)
ইমাকিউলাতা (কিম লেয়া সাকাল, লেবানন) মালবেরি ফিল্ডস (যুয়েন চোং নিয়া, ভিয়েতনাম) আওয়ার ওন শ্যাডো (আগুন্তিনা সানচেজ গাভিয়ের, আর্জেন্টিনা) দ্য মুভিং গার্ডেন (ইনেস লিমা, পর্তুগাল)
ভেরি জেন্টেল ওয়ার্ক (নেট লেভে, যুক্তরাষ্ট্র)
হোয়েন দ্য ল্যান্ড রানস অ্যাওয়ে (ফ্রেদেরিকো লোবো, পর্তুগাল)

ক্রিটিকস উইক
বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র পরিচালকদের প্রথম কিংবা দ্বিতীয় ছবি নির্বাচিত হয়ে থাকে ক্রিটিকস উইকে। এর ৬৩তম আসরে ১১টি
ছবি নির্বাচিত হয়েছে। এর মধ্যে প্রতিযোগিতা বিভাগে সাতটি এবং স্পেশাল স্ক্রিনিংসে রয়েছে চারটি ছবি। এগুলো তৈরি হয়েছে ১৬টি ভিন্ন ভিন্ন দেশের অর্থায়নে কিংবা সৃজনশীল জোগানে। প্রতিযোগিতায় একমাত্র আমেরিকান চলচ্চিত্র 'ব্লু সান প্যালেস', পরিচালনায় চীনা বংশোদ্ভূত কনস্ট্যান্স সাং। নির্বাচিত ১১টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে ৯টি বিভিন্ন পরিচালকের প্রথম ছবি। ফলে এগুলো ক্যামেরা দ্যর পুরস্কারের জন্য বিবেচিত হবে। ১১টি ছবির মধ্যে তিনটির পরিচালক কিংবা সহ-পরিচালক নারীরা। ক্রিটিকস উইকের প্রধান নির্বাহী আভা কায়েন গত ১৫ এপ্রিল সকালে ফ্রান্সে নির্বাচিত চলচ্চিত্রের তালিকা ঘোষণা করেন। তিনিই এগুলো বেছে নিয়েছেন। তার সাথে কাজ করেছে প্রোগ্রামারদের পৃথক দু'টি কমিটি। এবারের আসরের জন্য এক হাজার ৫০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং দুই হাজার ১৫০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে। ৬৩তম ক্রিটিকস উইকে প্রধান বিচারকের আসনে থাকবেন স্প্যানিশ চলচ্চিত্র পরিচালক রদ্রিগো সরোগোয়েন। তার নেতৃত্বে বিচারকের দায়িত্ব পালন করবেন রুয়ান্ডার অভিনেত্রী এলিয়ানে উমুহিরে, ফরাসি চলচ্চিত্র প্রযোজক সিলভি পিয়ালা, বেলজিয়ান চিত্রগ্রাহক ভির্জিনিয়া সুরদেই ও প্যারিস ভিত্তিক কানাডিয়ান চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক বেন ক্রল। তাদের বিচারে দেয়া হবে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে গ্র্যান্ড প্রাইজ, ফ্রেঞ্চ টাচ জুরি প্রাইজ, লুই রদেরের ফাউন্ডেশন কর্তৃক সেরা অভিনেতা কিংবা অভিনেত্রীর জন্য উদীয়মান তারকা পুরস্কার এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য লাইৎজ সিনে ডিসকোভারি প্রাইজ। আগামী ১৪ মে কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের পর্দা উঠবে। এর একদিন পর আগামী ১৫ মে ক্রিটিকস উইকের উদ্বোধন হবে। ১০ দিনের এই আয়োজনের সমাপ্তি ঘটবে ২৪ মে।

 


আরো সংবাদ



premium cement
গাজীপুরে নিখোঁজ পোশাকশ্রমিকের লাশ উদ্ধার চলচ্চিত্রে সমস্যা ও উত্তরণে গোলটেবিল বৈঠক হ্যাটট্রিক হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশের নয়া দিগন্তে সংবাদ প্রকাশে বন্ধ হলো সেই বিলের মাটি কাটা বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় বৃত্তি বাড়াতে আগ্রহী রাশিয়া উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশী ১০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জামায়াতের উদ্বেগ এমপি-মন্ত্রী-সচিবের আত্মীয় এগুলো দেখার প্রয়োজন নেই : ভোটগ্রহণ কর্মকর্তাদের ইসি সচিব বগুড়ায় শজিমেক ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ, আহত ১৩ স্বর্ণের দাম ভরিতে আরো কমলো ১৮৭৮ টাকা গাজায় হামাস যোদ্ধা ও ইসরাইলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ

সকল