০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


বঙ্গভবনে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে গাইলেন তারা

বঙ্গভবনে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে গাইলেন তারা -

গতকাল ছিল ২৬ মার্চ। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। এ উপলক্ষে বঙ্গভবনে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের কিংবদন্তি কয়েকজন সঙ্গীতশিল্পী ও এই প্রজন্মের কয়েকজন সঙ্গীতশিল্পী। তারা হলেন- ফাতেমা তুজ জোহরা, ফাহমিদা নবী, আবু বকর সিদ্দিক, সাব্বির জামান, লুইপা ও প্রতীক হাসান। আবু বকর সিদ্দিক বলেন, ‘আমার পরম সৌভাগ্য হয়েছিল এর আগেও বঙ্গভবনে রাষ্ট্রীয় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করার। এর আগে আমি রাষ্ট্রপতি জিল্লুর রহমান, এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল হামিদের সামনে সঙ্গীত পরিবেশন করার সুযোগ পেয়েছি। তবে বর্তমান রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সামনে এবারই প্রথম সঙ্গীত পরিবেশন করলাম। এটিও আমার জন্য সত্যিই পরম সৌভাগ্যের বিষয়। তাই ২০২৪-এর মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস, তাই আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’ এই প্রজন্মের নন্দিত সঙ্গীত শিল্পী সাব্বির জামান বলেন, ‘এর আগেও আমার সৌভাগ্য হয়েছিল বঙ্গভবনে (সাবেক রাষ্ট্রপতি) অ্যাডভোকেট আব্দুল হামিদের সামনে দুইবার সঙ্গীত পরিবেশন করার। তবে এবারই প্রথম সুযোগ হয় রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সামনে সঙ্গীত পরিবেশন করার। মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা।’ জিনিয়া জাফরিন লুইপা বলেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় গান গাওয়ার সুযোগ পাওয়া অনেক বড় সৌভাগ্যের বিষয়। এক জীবনে এমন সুযোগ সবসময়ই সবার ক্ষেত্রে আসে না। গানের ভুবনে আমি অতি সাধারণ একজন শিল্পী, বলা যায় এখনো গান শিখছি প্রতিনিয়ত। সেই গানে শিক্ষার্থী আমার সৌভাগ্য হয় বর্তমান রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও আমাদের ফার্স্ট লেডি ড. রেবেকা সুলতানার সামনে সঙ্গীত পরিবেশন করার। ভীষণ আনন্দ হলো, এই আনন্দ আসলে ভাষায় প্রকাশের নয়। জানি না কেমন গাইলাম, তবে সর্বোচ্চ প্রচেষ্টা তো ছিলই।’ দেশের বরেণ্য প্রয়াত সঙ্গীতশিল্পী খালিদ হাসান মিলুর যোগ্য উত্তরসূরি প্রতীক হাসান বলেন, ‘আমার সঙ্গীত জীবনে এবারই প্রথম আমি কোনো রাষ্ট্রপতির সামনে সঙ্গীত পরিবেশন করলাম।


আরো সংবাদ



premium cement
আদালতে উত্তেজনাপূর্ণ দিনে মুখোমুখি ট্রাম্প ও সাবেক পর্ন তারকা হজ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন মির্জা ফখরুল সোনাগাজীর সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আদালতে তরুণীর ভ্রুণ হত্যা মামলা : ছাত্রলীগ নেতা গ্রেফতার সাংবাদিক নাদিম হত্যা : আসামি বাবুর জামিন প্রশ্নে হাইকোর্টের রুল সারাদেশে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস ভোটারের ভোট নিজে দিয়ে দেয়ায় পোলিং অফিসারকে প্রত্যাহার ভোটকেন্দ্রে পুলিশকে মারধর, ছবি তোলায় সাংবাদিকের ওপর হামলা ভোটাররা উপজেলা নির্বাচন প্রত্যাখান করেছে : রিজভী বিএনপি নেতা খায়রুল কবির খোকন কারামুক্ত বিশ্বব্যাপী করোনার টিকা প্রত্যাহার অ্যাস্ট্রাজেনেকার

সকল