Naya Diganta

বঙ্গভবনে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে গাইলেন তারা

বঙ্গভবনে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে গাইলেন তারা

গতকাল ছিল ২৬ মার্চ। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। এ উপলক্ষে বঙ্গভবনে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের কিংবদন্তি কয়েকজন সঙ্গীতশিল্পী ও এই প্রজন্মের কয়েকজন সঙ্গীতশিল্পী। তারা হলেন- ফাতেমা তুজ জোহরা, ফাহমিদা নবী, আবু বকর সিদ্দিক, সাব্বির জামান, লুইপা ও প্রতীক হাসান। আবু বকর সিদ্দিক বলেন, ‘আমার পরম সৌভাগ্য হয়েছিল এর আগেও বঙ্গভবনে রাষ্ট্রীয় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করার। এর আগে আমি রাষ্ট্রপতি জিল্লুর রহমান, এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল হামিদের সামনে সঙ্গীত পরিবেশন করার সুযোগ পেয়েছি। তবে বর্তমান রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সামনে এবারই প্রথম সঙ্গীত পরিবেশন করলাম। এটিও আমার জন্য সত্যিই পরম সৌভাগ্যের বিষয়। তাই ২০২৪-এর মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস, তাই আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’ এই প্রজন্মের নন্দিত সঙ্গীত শিল্পী সাব্বির জামান বলেন, ‘এর আগেও আমার সৌভাগ্য হয়েছিল বঙ্গভবনে (সাবেক রাষ্ট্রপতি) অ্যাডভোকেট আব্দুল হামিদের সামনে দুইবার সঙ্গীত পরিবেশন করার। তবে এবারই প্রথম সুযোগ হয় রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সামনে সঙ্গীত পরিবেশন করার। মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা।’ জিনিয়া জাফরিন লুইপা বলেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় গান গাওয়ার সুযোগ পাওয়া অনেক বড় সৌভাগ্যের বিষয়। এক জীবনে এমন সুযোগ সবসময়ই সবার ক্ষেত্রে আসে না। গানের ভুবনে আমি অতি সাধারণ একজন শিল্পী, বলা যায় এখনো গান শিখছি প্রতিনিয়ত। সেই গানে শিক্ষার্থী আমার সৌভাগ্য হয় বর্তমান রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও আমাদের ফার্স্ট লেডি ড. রেবেকা সুলতানার সামনে সঙ্গীত পরিবেশন করার। ভীষণ আনন্দ হলো, এই আনন্দ আসলে ভাষায় প্রকাশের নয়। জানি না কেমন গাইলাম, তবে সর্বোচ্চ প্রচেষ্টা তো ছিলই।’ দেশের বরেণ্য প্রয়াত সঙ্গীতশিল্পী খালিদ হাসান মিলুর যোগ্য উত্তরসূরি প্রতীক হাসান বলেন, ‘আমার সঙ্গীত জীবনে এবারই প্রথম আমি কোনো রাষ্ট্রপতির সামনে সঙ্গীত পরিবেশন করলাম।