২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


গল্প ও অভিনয়েই মুগ্ধতা ছড়াচ্ছে ‘জোসনার বিয়ে’

গল্প ও অভিনয়েই মুগ্ধতা ছড়াচ্ছে ‘জোসনার বিয়ে’ -

গ্রামীণ জীবনের সাধারণ গল্প এখনো যে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে ক’দিন আগে ইউটিউবে মুক্তিপ্রাপ্ত ‘জোসনার বিয়ে’ নাটকই যেন তার প্রমাণ। আশরাফ ব্যাকুলের রচনা ও পরিচালনায় নির্মিত ‘জোসনার বিয়ে’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় ভার্সেটাইল অভিনেত্রী অলংকার চৌধুরী। অলংকারের ভাষ্যমতে, এটি তার আগের অভিনীত ‘বড় বোন’ নাটকের সিক্যুয়াল। ‘বড় বোন’ নাটকে অভিনয় করে অলংকার বেশ প্রশংসা কুঁড়িয়েছিলেন। সেই ধারাবাহিকতায় জোসনার বিয়েতে অভিনয় করে যেন আরো অনেক বেশি প্রশংসিত হচ্ছেন তিনি। ভালোবাসা দিবসের আগেই এই নাটকের শুটিং হয় টানা চার দিন কক্সবাজারের বিভিন্ন লোকেশনে। পুরো টিম ভীষণ শ্রম দিয়ে নাটকটির পুরো কাজ সম্পন্ন করে। আর ইউটিউবে প্রকাশের পরপরই নাটকটি দর্শকের কাছে বেশ সমাদৃত হয়। নাটকে জোসনার বাবার চরিত্রে অভিনয় করেছেন কিশোরগঞ্জের সন্তান রিফাত চৌধুরী। গল্পে দেখা যায়, জোসনার বিয়ের জন্য বাবা ব্যাকুল হয়ে উঠে। গ্রামের দু’জন দুষ্টু লোক আবার তাকে বিয়েও করতে চায়। কিন্তু শহর থেকে একটি ছেলে তাকে বিয়ে করতে চায় বিধায় নাটকের শেষ প্রান্তে গ্রামের দুষ্টু প্রকৃতির এক দোকানদার তাকে মেরে ফেলে। তার ভাষ্য, জোসনা সে ছাড়া আর কারো হতে পারে না। জোসনা চরিত্রে এক কথায় অনবদ্য অভিনয় করেছেন অলংকার চৌধুরী। অলংকার চৌধুরী বলেন, ‘জোসনার বিয়ে নাটকে জোসনা চরিত্র ফুটিয়ে তোলার জন্য শুধু যে আমিই শ্রম দিয়েছি, কষ্ট করেছি এমনটি নয়। পুরো ইউনিটই আসলে অনেক কষ্ট করেছে।


আরো সংবাদ



premium cement
দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে : মির্জা ফখরুল রুশ অগ্রযাত্রার মধ্যেই ভারী হামলা প্রতিহত করল ইউক্রেন কাতার ছাড়তে হলে হামাসের পরবর্তী গন্তব্য কোথায় বগুড়ায় বসতবাড়িতে পটকা তৈরির কারখানায় বিস্ফোরণ, আহত ৪ নগরকান্দায় প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ড মঙ্গলবারও ঢাকাসহ ২৭ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নাটোরে গণধর্ষণের দায়ে তিন কিশোরকে ১০ বছরের আটকাদেশ ঘাটাইলে সংরক্ষিত বনে দুর্বৃত্তের আগুন খালেদা জিয়ার বিরুদ্ধে জন্মদিন ও পতাকা অবমাননা মামলার শুনানি ২১ জুলাই ভালুকায় প্রচণ্ড তাপদাহে ২ শিক্ষার্থী অসুস্থ গাজীপুরে অপহরণের পর স্কুলছাত্রকে হত্যার দায়ে সাতজনের যাবজ্জীবন

সকল