২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


স্বাধীনতা দিবসের তিন গানে মুহিন, লাবণ্য, রুমা

স্বাধীনতা দিবসের তিন গানে মুহিন, লাবণ্য, রুমা -

আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে বাংলাদেশ বেতারের প্রচারের জন্য নতুন তিনটি গানের কাজ সম্পন্ন হয়েছে। তিনটি গানই লিখেছেন তপন বাগচী এবং সুর সঙ্গীত করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। দু’দিন আগে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বেতারে গান তিনটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। তিনটি গানে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী মুহিন খান, নন্দিত সঙ্গীতশিল্পী তানজিনা রুমা ও এই প্রজন্মের মিষ্টি কণ্ঠের গায়িকা ইয়াসমিন লাবণ্য। মুহিন বলেন, ‘বাংলাদেশের বিখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তার সুর আমাকে ভীষণ টানে, কাকু অনেক বিখ্যাত কণ্ঠশিল্পীর গান পরিচালনা করেছেন, অনেক দিন পর তার সুরে আবারো গাইলাম। ধন্যবাদ কাকু আরো গান চাই আপনার কাছে। প্রিয় তপন বাগচী দাদার প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা।’ তানজিনা রুমা বলেন, ‘বাংলাদেশ বেতার আমাদের ভালোলাগা ভালোবাসার একটি জায়গা। এখানে আসলেই ভীষণ ভালোলাগে। আর গানের জন্য এলে তো আরো ভালোলাগে। বাংলাদেশের কিংবদন্তি সুরকার, সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় দেবেন্দ্রনাথ দাদার সুরে স্বাধীনতা দিবসের জন্য বিশেষ একটি গান গাইতে পেরে ভালো লাগছে।’ ইয়াসমিন লাবণ্য বলেন, ‘সত্যি বলতে কী, গান গাইতেই আমার বেশি ভালোলাগে। যদিও মাঝে মধ্যে উপস্থাপনা করতে হয় আমাকে। কিন্তু আমি গান গাইতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। স্বাধীনতা দিবসের প্রচারের জন্য বাংলাদেশ বেতারের একটি গান গাইতে পেরে ভালো লাগছে। আন্তরিক কৃতজ্ঞতা দেবেন্দ্রনাথ স্যারের কাছে। কৃতজ্ঞতা গানের গীতিকবির প্রতিও।


আরো সংবাদ



premium cement
তাজউদ্দীন মেডিক্যাল দুদকের অভিযান : নানা অনিয়ম-দুর্নীতির তথ্য মিলেছে পূর্ব কালুরঘাটে বেইলিব্রিজে টেম্পু চাপায় কলেজশিক্ষার্থী নিহত কুবি শিক্ষকদের ওপর হামলায় নেতৃত্ব দেয়া ছাত্রলীগের ৮ নেতাকর্মী শনাক্ত দিনাজপুরে পরাজিত প্রার্থীর সমর্থক-পুলিশ সংঘর্ষ, গুলিতে নিহত ১ ভারতে মসজিদের ভেতর ইমামকে পিটিয়ে হত্যা তীব্র গরমে কাঁঠালিয়ায় এক শিক্ষার্থী অসুস্থ উল্লাপাড়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর পদ্মায় ডুবে তাবলীগ জামাতের সদস্যের মৃত্যু রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড বাংলাদেশ থেকে আম নিতে চায় চীন দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে : মির্জা ফখরুল

সকল