২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

পুরো টিমের জন্য এটি আনন্দের খবর : মোশাররফ করিম

-

তিনটি আন্তর্জাতিক ফিল্ম ফ্যাস্টিভ্যালে অংশগ্রহণের লক্ষ্যে অফিসিয়ালি চূড়ান্ত হয়েছে রাকেশ বসু রচিত ও পরিচালিত ৪০ মিনিট ব্যাপ্তির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অভিনেতা’। আন্তর্জাতিক তিনটি চলচ্চিত্র উৎসব হচ্ছে ভারতের ‘পুনে শর্টস ইন্টারন্যাসনাল ফিল্ম ফ্যাস্টিভ্যাল ২০২১’,‘ সিন্ধুডারগ ইন্টারন্যাশনাল শর্টস ফিল্ম ফ্যাস্টিভ্যাল ২০২১’ ও ‘সানফেস্ট ইন্টারন্যাশনাল শর্টস ফিল্ম ফ্যাস্টিভ্যাল ২০২১’। তবে রাকেশ বসু জানান, এখনো তিনটি উৎসবের কোনটিরই দিন ক্ষণ চূড়ান্ত হয়নি। তবে তার চলচ্চিত্রটি যে এই উৎসবে প্রদর্শিত হবে তা চূড়ান্ত হয়েছে। এর আগে রাকেশ বসু নির্মিত ওয়েব ফিল্ম ‘পুতুল কথা’ বাংলাদেশের চাড়–নীড়ম উৎসবে আটটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলো। দেশের বাইরে এবারই প্রথম রাকেশ বসু রচিত ও পরিচালিত কোনো চলচ্চিত্র আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে। বিষয়টি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত রাকেশ বসু। তিনি বলেন, ‘গল্পে দেখা যায়-একজন অভিনেতা বছরে দুটো ফিল্মে অভিনয় করেন এবং যথারীতি তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। পরের বছরও ঠিক শুটিং চলাকালীন সময়ে ঘোষণা আসে যে তিনি এবারও পুরস্কার পেতে যাচ্ছেন। শুটিং শেষে তিনি বাসায় আসার পর দরজায় হঠাৎ সেই চরিত্রটি এসে উপস্থিত, যে চরিত্রের জন্য তিনি আবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন। তার সঙ্গে অভিনেতার কথা হয় এবং মাস্টার চরিত্রটি বলে যে তার চরিত্রটি আদর্শগত দিক দিয়ে পরিবর্তন করে উপস্থাপন করা হয়েছে, যা ঠিক নয়। অনেক সময় গল্পের প্রয়োজনে বা বাহ্যিক স্বার্থে আমরা মূল চরিত্রের পরিবর্তন করি। এই পরিবর্তনটাই মূল চরিত্র মেনে নিতে পারেনি বলেই অভিনেতা তার দায়িত্ববোধের জায়গা থেকে সে বছর আর পুরস্কার গ্রহণ করেননি। সেই অভিনেতা চরিত্রে মোশাররফ ভাই অসাধারণ অভিনয় করেছেন। তিনটি আন্তর্জাতিক ফিল্ম ফ্যাস্টিভ্যালে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ায় আমি সত্যিই ভীষণ আনন্দিত। অনেক ধন্যবাদ মোশাররফ ভাই, ইন্তেখাব দিনার ভাইসহ আরো যারা এতে অভিনয় করেছেন। মোবাইলে কলকাতা থেকে মোশারারফ করিম বলেন, ‘রাকেশ বসুর সাথে এটাই আমার প্রথম কাজ। রাকেশ বসু ভীষণ গুছানো একজন পরিচালক এবং তার বোধের জায়গাটা বেশ পরিষ্কার। কাজটি করার সময়ই মনে হয়েছে আমার যে এমন ভালো কিছু একটাই হতে যাচ্ছে। যার ফলশ্রুতিতে তিনটি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের জন্য মনোনীত হওয়া। পুরো টিমের জন্য এটি ভীষণ আনন্দের খবর।’

 


আরো সংবাদ



premium cement