২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


আইয়ুব বাচ্চুর স্ত্রীর সারপ্রাইজ!

-

এবি কিচেন বহু আগেই হাতছাড়া হয়েছে। আইয়ুব বাচ্চু মারা যাওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই অর্থ সঙ্কটে ছেড়ে দিতে হয়েছে ভাড়া বাসায় থাকা সে স্টুডিও। কিংবদন্তির স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনার কণ্ঠে এ নিয়ে আক্ষেপেরও শেষ নেই। তবে অনেকটা পথ পাড়ি দিয়ে বেশ গুছিয়ে নিয়েছে এবির পরিবার। তাই চন্দনা জানালেন, আইয়ুব বাচ্চু ভক্তদের জন্য আসছে ‘সারপ্রাইজ’। বললেন, শুধু ভক্ত নয়, নিজেদের জন্যও এটা হবে সারপ্রাইজ। ‘কিচেন মানে রান্না। রান্নার মতো করেই বাচ্চু গান নাড়াচাড়া করতো দেখে মজা করে সে-ই এ নামটা রেখেছিল। কিচেনটা এখন নেই। আমার পক্ষে চালানো সম্ভব হয়নি। ছয় মাস পর্যন্ত আমি টানতে পেরেছিলাম। এরপর ছেড়ে দিতে হয়েছে। যে মানুষটা যেখানে বসে গান তৈরি করতেন, সেখানে হাল ধরার মতো কেউ নেই। তার সন্তানরা সেভাবে গান করে না। যেহেতু ভাড়া বাসায় এটা ছিল তাই এক পর্যায়ে আমাকে ছেড়ে দিতে হয়েছে। তার অনেক গিটার। সেগুলো বাসাতেই রেখেছি। আমি নিজেই নিয়মিত পরিষ্কার করি। সেগুলো নিয়ে কিছু একটা করার চেষ্টা করছি। বিষয়টি আপাতত সারপ্রাইজ থাক। ভক্তরা আরো কিছু দিন অপেক্ষা করুক। হয়তো সারপ্রাইজটা দিতে পারবো’Ñ বলেন আইয়ুব বাচ্চুর সহধর্মিণী।


আরো সংবাদ



premium cement