০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ফিরে এসেই ব্যস্ত দিঠি

-

হঠাৎ করেই সপরিবারে আমেরিকা বেড়াতে গিয়েছিলেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার। গেলো ১১ মে আমেরিকা গিয়ে মনের মতো ঘুরে বেড়িয়ে গত ৮ সেপ্টেম্বর দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই সেই চিরচেনারূপে নিজেকে ফিরিয়ে নিয়ে এলেন। অর্থাৎ দেশে ফিরেই তিনি তার পেশাগত কাজে ব্যস্ত হয়ে উঠেছেন। দিঠি আনোয়ার একাধারে একজন সঙ্গীতশিল্পী এবং একজন নন্দিত উপস্থাপিকাও বটে। দেশে ফিরেই তিনি আরটিভির প্রচার চলতি জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠান ‘এই রাত তোমার আমার’-এর ছয়টি পর্বের রেকর্ডিংয়ে অংশ নেন। এতে দিঠি আনোয়ারের উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন করেন প্রতীক হাসান, সমরজিৎ, স্বরলিপি, তানিয়া নাহিদ, মামুন জাহিদসহ আরো অনেকে। দিঠি জানান, আগামী কিছু দিনের মধ্যেই পর্বগুলো একে একে আরটিভিতে নির্ধারিত সময়ে প্রচার হবে। এদিকে দিঠি জানান, আগামী ২৪ সেপ্টেম্বর দেশ টিভিতে বেলা ৩টায় ‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানে সরাসরি গাইবেন তিনি। এতে তার সাথে গাইবেন অপু আমান। দিঠি জানান, বেশ কয়েকটি মৌলিক গানের কাজ শেষ হয়ে আছে। গানগুলোর শিগগিরই মিউজিক ভিডিও নির্মাণ শেষে একে একে প্রকাশ করা হবে। দিঠি ও ইউসুফের কণ্ঠে আসবে ‘হাত বাড়ালেই যদি’ গানটি। এটি লিখেছেন শাখাওয়াত হোসেন মারুফ এবং সুর করেছেন ইউসুফ আহমেদ খান। অপু আমানের সাথে আসবে ‘আমার নিশ^াসে তুমি বিশ^াসে তুমি’। গানটি লিখেছেন এবং সুর করেছেন অপু আমান। দিঠি আনোয়ারের বাবা উপমহাদেশের প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও আহমেদ কিসলুর সুর করা ‘কৃষ্ণ কালাইয়া’ গানের কাজও শেষ।


আরো সংবাদ



premium cement