০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


আর জে থেকে সেল কমিউনিকেশন প্রধান

-

এ দেশের কোটি কোটি মানুষ তার চেহারাটা সেভাবে না চিনলেও তার নামটি বেশ ভালো করেই জানেন। নামেই তিনি তারকা খ্যাতি পেয়েছেন আকাশচুম্বী। তিনি আর জে নিরব। দীর্ঘ ১৫ বছর যাবত একজন আর জে হিসেবে রেডিও টুডে, এবিসি রেডিও, রেডিও ধ্বনি, সিটি এফএমে কাজ করার পর এবার সেই পেশা থেকে সরে এলেন তিনি। সরে এসে তিনি একটি অনলাইন মাল্টিভেন্ডরের সেল কমিউনিকেন্স প্রধান হিসেবে কাজ শুরু করেছেন চলতি মাসের প্রথম দিন থেকে। আর তাই নিয়ে এখন নিরবের ব্যস্ততা। নিরব বলেন, ‘বাংলাদেশের কোটি কোটি মানুষ আমার নাম জানে, আমাকে চিনে। এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না। যারা আমার খুব কাছে আসতে পেরেছেন তারা আমাকে হৃদয় দিয়ে ভালো বেসেছেন। এটাও কম নয়। সত্যি বলতে কী ‘আর জে নিরব’ এই বিশেষণটি আমার মাথার মুকুটের মতো। আর জে হিসেবে আমি যখন যে প্রতিষ্ঠানে চাকরি করেছি, সেসব প্রতিষ্ঠানের বিশ^স্থতা অর্জন করেই কাজ করেছি। আমার প্রতি সেই বিশ^াস আছে বলেই আমি নতুন করে পথচলা শুরু করতে পেরেছি একটি অনলাইন মাল্টিভেন্ডরের সাথে। প্রথম দিন থেকেই আমি আমার কর্তব্য যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। আমার বিশ^াস নতুন পৃথিবীতেও আমি সফল হবো ইনশা আল্লাহ।’ নিরব জানান, স্টেজ শো কিংবা টিভি শোগুলোতে নিয়মিত উপস্থাপনা করে যাবেন। তবে সে ক্ষেত্রেও তার পছন্দ ভালো ভালো অনুষ্ঠান। যা দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করবেন। স্টেজ শোতেও নিয়মিত উপস্থাপনা করবেন তিনি। অভিনয়ের নিরব ছিলেন বেশ সরব। চয়নিকা চৌধুরীর পরিচালনায় তিনি প্রথম ‘বৈশাখ থেকে শ্রাবণ’ নাটকে অভিনয় করেন। পরবর্তীতে আরো অনেক নাটকে তাকে অভিনয়ে দেখা যায়।


আরো সংবাদ



premium cement