২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


মমর মাঝে গৃহকর্মীদের প্রতিচ্ছবি

-

জাকিয়া বারী মম, টিভি নাটকে এই প্রজন্মের একজন নন্দিত ভার্সেটাইল অভিনেত্রী। কিছুদিন আগেও মমকে শুধু রোমান্টিক ঘরানার গল্পের নাটকে দেখা গেছে। কিন্তু সময়ের ধারাবাহিকতায় তিনি নিজেকে শুধু এক ঘরানার গল্পের নাটকের আঙ্গিনা থেকে নিজেকে ভেঙেছেন। ভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে নিজেকে গড়ে তুলেছেন একজন ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে। যে কারণে নির্মাতারাও তাকে নিয়ে ভিন্ন ধরনের গল্প এবং চরিত্র ঘিরে নাটক নির্মাণের কথা ভাবছেন, কেউ কেউ আবার তাকে নিয়ে এমন কিছু কাজ করেছেন যেসব চরিত্রে মমকে আগে একেবারেই দেখা যায়নি। ঠিক তেমনি একটি দুর্দান্ত চরিত্রে অভিনয় করেছেন মম মাসুম রেজার রচনায় ও গৌতম কৈরীর পরিচালনায় ‘গৃহগল্প’ ধারাবাহিক নাটকে। এই প্রথম গৃহকর্মীদের নিয়ে তৈরি হয়েছে আট পর্বের ধারাবাহিক ‘গৃহগল্প’। ধারাবাহিকটিতে গৃহকর্মীর জীবনের আনন্দ, বেদনা, সংগ্রামসহ না বলা অনেক কথা তুলে আনা হয়েছে। এতে একজন গৃহকর্মীর ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। আগামী ১৫ জুন সন্ধ্যা ৭.৪৫ মিনিটে চ্যানেল আইতে ধারাবাহিকটির প্রথম পর্ব প্রচার হবে। নাটকটিতে সহশিল্পী হিসেবে মম পেয়েছেন জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শর্মিলী আহমেদ, গুণী অভিনেতা মানস বন্দ্যোপাধ্যায়সহ আরো বেশ কয়েকজনকে। গৃহকর্মীর ভূমিকায় মমর অভিনয় প্রসঙ্গে শর্মিলী আহমেদ বলেন, ‘মম তো খুবই ভালো অভিনয় করে। গৃহকর্মীর ভূমিকায় মম খুব চমৎকার অভিনয় করেছে। আমি এই নাটকে তার অভিনয় নিয়ে খুবই আশাবাদী।’ মানস বন্দ্যোপাধ্যায় মমর অভিনয় প্রসঙ্গে বলেন, ‘মম সত্যিকার অর্থেই খুব ভালো একজন অভিনেত্রী। সে আসলেই ভালো অভিনয় করে। একজন গৃহকর্মীর ভূমিকায় অভিনয় করতে গিয়ে চরিত্রের গভীরে প্রবেশ করে চরিত্রটিকে প্রাণবন্ত করে তুলেছিল। কিছু কিছু জায়গায় তার অভিনয় এতটাই অসাধারণ হয়েছিল যে, আমি মুগ্ধ হয়ে তার অভিনয় দেখছিলাম। আমার বিশ^াস, গৃহগল্প ধারাবাহিকে মমর অভিনয় দর্শককে মুগ্ধ করবে।’ একজন জাকিয়া বারী মম তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমাতে অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। প্রথম সিনেমাতে অভিনয় করেই তিনি তার মেধার স্বাক্ষর রাখতে পেরেছিলেন। পরবর্তীতে সিনেমাতে এবং নাটকে অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসার প্রিয় একজন অভিনেত্রীতে নিজেকে পরিণত করেন। ‘প্রেম করব তোমার সাথে’, ‘ছুঁঁয়ে দিলে মন’, ‘আলতাবানু’, ‘দহন’, ‘স্বপ্নের ঘর’ সিনেমায় অভিনয় করেও প্রশংসিত হন মম।


আরো সংবাদ



premium cement
প্রবীণ সাংবাদিক জিয়াউল হক আর নেই নোয়াখালীতে ফের নতুন গ্যাস কূপের সন্ধান, খনন উদ্বোধন বরিশালে তীব্র তাপদাহে ৩ স্কুলছাত্রী অসুস্থ বগুড়ায় জব মেলায় চাকরি পেলেন বেকার প্রকৌশলীরা গণতন্ত্রকে ধ্বংস করার নীলনকশা থামছে না : রিজভী তাজউদ্দীন মেডিক্যাল দুদকের অভিযান : নানা অনিয়ম-দুর্নীতির তথ্য মিলেছে পূর্ব কালুরঘাটে বেইলিব্রিজে টেম্পু চাপায় কলেজশিক্ষার্থী নিহত কুবি শিক্ষকদের ওপর হামলায় নেতৃত্ব দেয়া ছাত্রলীগের ৮ নেতাকর্মী শনাক্ত দিনাজপুরে পরাজিত প্রার্থীর সমর্থক-পুলিশ সংঘর্ষ, গুলিতে নিহত ১ ভারতে মসজিদের ভেতর ইমামকে পিটিয়ে হত্যা তীব্র গরমে কাঁঠালিয়ায় এক শিক্ষার্থী অসুস্থ

সকল