০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


রাষ্ট্রীয় স্বীকৃতি চান দেবাশীষ

-

একজন দেবাশী বিশ^াস, একজন উপস্থাপক হিসেবে নিজের আলাদা একটি বিশেষ ধরন তৈরি করেছেন যা সাধারণত সবাই পেরে উঠতে পারে না। টেলিভিশন কিংবা স্টেজ শোর আয়োজকরা দেবাশীষ বিশ^াসের ওপর নির্দ্বিধায় আস্থা রেখে অনুষ্ঠান পরিচালনার ভার দিয়ে স্বস্তির নিঃশ^াস ফেলতে পারেন অনায়াসে। কারণ, দীর্ঘ দিনের পথচলায় দেবাশীষ বিশ^াস উপস্থাপনায় নিজের সেই অবস্থান কিংবা আস্থাটুকু অর্জন করতে পেরেছেন। সম্ভবত দেবাশীষ বিশ^াসই সেই উপস্থাপক যিনি টেলিভিশনে সর্বাধিক তিন শতাধিক অনুষ্ঠানে এক হাজার দুই সহস্রাধিক পর্ব উপস্থাপনা করেছেন। আবার স্টেজ শোতেও তিনি আনুমানিক দেড় হাজার অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। বাংলাদেশের উপস্থাপকদের মধ্যে তার এই বিষয়টি রেকর্ডও বলা যেতে পারে। শুধু একজন উপস্থাপক হিসেবেই নন, একজন চলচ্চিত্র পরিচালক হিসেবেও দেবাশীষ বিশ^াস বেশ সুনাম কুঁড়িয়েছেন। তার প্রথম নির্মিত সিনেমা (২০০১ সালে) ‘শ^শুরবাড়ি জিন্দাবাদ’। পরবর্তীতে তিনি ‘শুভ বিবাহ’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘চলো পালাই’ ও ‘শ^শুরবাড়ি জিন্দাবাদ টু (মুক্তি প্রতীক্ষিত) নির্মাণ করেন। একজন উপস্থাপক হিসেবে তার পথচলা শুরু একুশে টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘পথের পাঁচালী’র মধ্যদিয়ে ২০০১ সালে। পরবর্তীতে তিনি ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’, ‘ভেরি ফিল্মি’, ‘সুপার হিরো সুপার হিরোইন’, ‘হা শো’, ‘জানার আছে বলার আছে’, ‘সেলিব্রেটি ক্যাফে’, ‘ইয়াং স্টার’, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’সহ আরো কিছু জনপ্রিয় টিভি অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পালন করেন। দেশে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, কুমার বিশ^জিৎ, অ্যান্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু, কনকচাঁপা, জেমসসহ অনেকের স্টেজ শোর উপস্থাপনা করেছেন তিনি। বিদেশী শিল্পীদের মধ্যে শাহরুখ খান, কুমার শানু, মিতালী মুখার্জি, নচিকেতা, আতিফ আসলাম, অরিজিৎ সিংসহ আরো অনেকেরই অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। বেশ কিছু নাটক নির্মাণ করেও দেবাশীষ বিশ^াস বেশ প্রশংসা কুঁড়িয়েছেন। উপস্থাপকদের মধ্যে সর্বাধিক সাতবার বাবিসাস অ্যাওয়ার্ডসহ বাচসাস, সিজেএফবি, ট্র্যাব, বিসিআরএ-অ্যাওয়ার্ডে একাধিকবার ভূষিত হয়েছেন। এ ছাড়া দেশের বাইরে থেকেও তিনি পুরস্কৃত হয়েছেন। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে উপস্থাপনা করা প্রসঙ্গে দেবাশীষ বিশ^াস বলেন, ‘শুরুতেই সৃষ্টিকর্তার প্রতি অসীম কৃতজ্ঞতা তিনি সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সেই সাথে রাষ্ট্রের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে যেন উপস্থাপনাকে প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়া হয়। কারণ, উপস্থাপনা এখন অনেক বড় একটি শিল্পতে পরিণত হয়েছে। পাশাপাশি আমার স্বপ্ন একটি ইনস্টিটিউট গড়ে তোলা যেন আগ্রহীরা সেখানে এসে আমরা যারা আছি তাদের সহযোগিতায় নিজেদেরকে যথাযথভাবে উপস্থাপক হিসেবে গড়ে তুলতে পারে। উপস্থাপনায় আমার অনুপ্রেরণা শ্রদ্ধেয় ফজলে লোহানী এবং আমাকে অনুপ্রেরণা দিয়েছিলেন অভিনেতা লুৎফর রহমান জর্জ ভাই ও আমার গুরু তানভীর হোসেন প্রবাল ভাই। দর্শকের অপরিসীম ভালোবাসায় আমি মুগ্ধ।’


আরো সংবাদ



premium cement
দুদকের প্রথম নারী মহাপরিচালক শিরীন দেশের উন্নয়ন-অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ : পররাষ্ট্রমন্ত্রী রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, তারপরও লোডশেডিং বড় চমক ছাড়াই প্রস্তুত বাংলাদেশের বিশ্বকাপ দল দোয়ারাবাজারে কলেজছাত্রীকে ধর্ষণ করে হত্যা, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের বাধাহীন প্রবেশের দাবি সম্পাদক পরিষদ ও নোয়াবের পেকুয়া উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ২ প্রার্থী নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য প্রয়োজন ১৮৫ দিন : শিক্ষামন্ত্রী মঙ্গলবার ২ হাজার মেগাওয়াট লোডশেডিং, দুর্ভোগে মানুষ কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আবাহনীর ২২তম শিরোপা

সকল