২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

একই অনুষ্ঠানের বিচারক তারা

-

২২ ফেব্রুয়ারি ছিল লাক্স তারকাভিনেত্রী শানারেই দেবী শানুর জন্মদিন। ব্যস্ততা থাকায় রাজধানীর লালমাটিয়ার বাসায় ছোট পরিসরে আইরিনকে সাথে নিয়ে দিনটি উদযাপন করে রাজশাহীর উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। মূলত এনটিভিতে প্রচারের অপেক্ষায় একটি রিয়েলিটি শো’তে এক সাথে বিচারক হিসেবে কাজ করতে গিয়ে শানু ও আইরিনের মধ্যে চমৎকার এক বন্ধুত্বের সৃষ্টি হয়েছে। শিগগিরই এনটিভিতে প্রচার শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানের নাম ‘অনন্য প্রতিভা’।
বাংলাদেশে প্রথম মাল্টি ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো এটি। যেকোনো বয়সের বাংলাদেশী নাগরিকরা এই অনুষ্ঠানে অংশ নিতে পারছেন। এরই মধ্যে বিচারক হিসেবে শানু ও আইরিন সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশালে বিভিন্ন প্রতিভাবান ছেলেমেয়েদের ইয়েস কার্ড দিয়েছেন। তাদের সাথে বিচারক হিসেবে আরো একজন আছেন। তিনি হচ্ছেন সঙ্গীতশিল্পী পুলক। গতকাল শানু ও আইরিন রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন। আজ রাজশাহীতে তারা অনন্য প্রতিভা খুঁজে বের করার চেষ্টা করবেন। ‘অনন্য প্রতিভা’ অনুষ্ঠানটির প্রাইমারি রাউন্ডের বিচারক হিসেবে কাজ করছেন শানু ও আইরিন। অনুষ্ঠানটি প্রযোজনা ও পরিচালনা করছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। অনুষ্ঠানটির বিচারক হিসেবে কাজ করা প্রসঙ্গে শানু বলেন, ‘আমরা সত্যিকারের প্রতিভা খুঁজে বের করার ক্ষেত্রে অনেক সময় নিচ্ছি। ধৈর্য ধরে অংশগ্রহকারীদের প্রতিভা বের করে আনার চেষ্টা করছি। অনেক রিয়েলিটি শো’তে দেখা যায় যে প্রতিযোগীদের সাথে খারাপ আচরণ করা হয়, আমরা তা করছি না। যতটা বিনয়ের সাথে প্রতিযোগীদের অনুপ্রেরণা দিয়ে তাদের প্রতিভা বের করে আনার চেষ্টা করছি।’ আইরিন বলেন, ‘বিচারক হিসেবে এর আগে আমার কখনোই কাজ করা হয়ে ওঠেনি। প্রথম যেদিন বিচারক হিসেবে কাজ শুরু করি সেদিন কিছুটা ভয়ে ছিলাম। কিন্তু যেহেতু এটি একটি টিম ওয়ার্ক, তাই পরে একসাথে কাজ করতে গিয়ে সেই ভয়টা চলে গেছে। তবে এই অনন্য প্রতিভায় আমরা গানেই বেশি প্রতিভাবান সঙ্গীতশিল্পী পাচ্ছি। তবে আমাদের প্রত্যাশা আছে যে সার্কাসসহ আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলোতে প্রতিভাবানদের পাবো। তাতে করে আমার মনে হয় যে সার্কাস করতে পারে বা অন্য কিছু করতে পারে সে ভালো একটি প্লাটফর্ম পেল।’
জানা যায় আগামী মার্চ মাস থেকে এনটিভিতে ‘অনন্য প্রতিভা’র অডিশন রাউন্ডের পর্বগুলোর প্রচার শুরু হবে।

 


আরো সংবাদ



premium cement