২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

মুগ্ধতা ছড়াচ্ছে হৃদয়-লিজার ‘ভাবনা’

-

গত ১৪ নভেম্বর হৃদয় খানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো হৃদয় ও লিজার নতুন গান ‘ভাবনা’। গানটি লেখার পাশাপাশি সুর সঙ্গীতায়োজন করেছেন হৃদয় খান নিজেই। দ্বৈত কণ্ঠে গানটি প্রকাশের পর থেকেই যেন মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে গানটি। সময়ের সাথে গানটির প্রতি শ্রোতা-দর্শকের ভালোলাগা বেড়ে চলেছে। এরই মধ্যে গানটি ইউটিউবে দুই লাখেরও বেশিবার দেখা হয়েছে।
লিজা বলেন, ‘সব শ্রেণীর শ্রোতা-দর্শকের কথা মাথায় রেখেই কিন্তু গানটি করা এবং এটি সত্য যে, আমরা সবার কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। এই সময়ে একটি গান করার পর সব শ্রেণীর শ্রোতা-দর্শকের কাছ থেকে সাড়া পাওয়া অনেকটাই কঠিন। এই গানটি যারাই প্রথম শুনছেন তারাই স্বীকার করছেন, তাদের প্রথম শোনাতেই ভালো লেগেছে। গানটির কথা, সুর এবং সঙ্গীতায়োজনের এত চমৎকার সমন্বয় হয়েছে, যে কারোরই গানটি শোনা মাত্রই ভালো লাগারই কথা। আমার গানটির প্রতি অন্যরকম ভালো লাগা জড়িয়ে আছে। আমি প্রতিদিন অনেকবার গানটা শুনছি। তাই যারা ভক্ত শ্রোতা আছেন তাদেরও ভালো লাগবেই। তাছাড়া দেশ-বিদেশে হৃদয় খানের ও অনেক ভক্ত শ্রোতা আছেন, তাদেরও ভালো লাগা কাজ করছেন নিশ্চয়ই এই গানটিকে ঘিরে। আরো অনেক বেশি প্রত্যাশা আমার এই গানটিকে ঘিরে।’ এ দিকে লিজা তার নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্যও নিয়মিত গান করছেন। নতুন বেশ কিছু গানের কাজ চলছে। সময় হলেই তা তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন বলে জানিয়েছেন। হৃদয় খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘হৃদয় খান’-এ যে গানগুলো প্রকাশিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেÑ ‘আমি জানি’,‘ ভালো লাগে না’,‘ ভালোবাসা এ কী নেশা’, ‘আজ একী’সহ আরো বেশ কিছু গান। এ দিকে গত ২৬ নভেম্বর রাত ১০টায় এনটিভিতে সরাসরি অনুষ্ঠানে গান গেয়েছেন লিজা। এখনো স্টেজ শোতে সরাসরি গান গাওয়া শুরু না করলেও টেলিভিশন চ্যানেলগুলোতে বেশ সচেতনভাবেই তিনি শোগুলো করার চেষ্টা করছেন। সেলন মিউজিক লাউঞ্জে লিজা সর্বশেষ ‘এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি’ গানটি কাভার করেন। গানটির মূল শিল্পী আরতি মুখার্জি। গানটির কথা লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর সঙ্গীত করেছিলেন নচিকেতা। রি-অ্যারেঞ্জম্যান্ট করেছেন পার্থ বড়–য়া।


আরো সংবাদ



premium cement