২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আবারো আলোচনায় প্রভা

-

টিভি নাটকে নিয়মিতই অভিনয় করে যাচ্ছেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বলা যায়, নিয়মিত একক নাটকেই বেশি অভিনয় করছেন তিনি। তবে দীর্ঘদিন পর তার অভিনীত কোনো ধারাবাহিক নাটক দর্শকের মধ্যে অনেক বেশি সাড়া ফেলেছে। এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’তে প্রধান একটি চরিত্রে অভিনয় করে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছেন প্রভা। এতে তিনি নাজিফা চরিত্রে অভিনয় করছেন। ধারাবাহিক এ নাটকটি রচনা করেছেন সৈয়দ জিয়া উদ্দিন, নিয়মিত পরিচালনা করছেন হাবীব শাকিল এবং নাটকটি প্রযোজনা করছেন কাজী রিটন। করোনার মধ্যে নাটকটির প্রচার বন্ধ থাকলেও আবারো নাটকটির প্রচার শুরু হয়েছে। পাশাপাশি নানান সময়ে হাবীব শাকিল নাটকটির শুটিংও করছেন। প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে ‘পরের মেয়ে’ নাটকটি এনটিভির পর্দায় নিয়মিত প্রচার হচ্ছে। এই নাটকে অভিনয় করেই মূলত আবারো অভিনয়ে আলোচনায় এসেছেন প্রভা। ধারাবাহিক এ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে প্রভা বলেন, ‘শুরুতেই ধন্যবাদ দিতে চাই নাটকটির নাট্যকার জিয়া ভাইকে, কারণ তিনি এই সময়ের জন্য সময়োপযোগী একটি গল্প রচনা করেছেন। ধন্যবাদ নাটকটির পরিচালক হাবীব শাকিল ভাই ও প্রযোজক কাজী রিটন ভাইকে যারা আমাকে নাটকটির অন্যতম প্রধান চরিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি দীর্ঘদিন পর এমন একটি অসাধারণ গল্পে কাজ করে মুগ্ধ। নাজিফা চরিত্রটি আমার নিজের মধ্যে লালন করেই এতে অভিনয় করছি। তার আবেগ তার ভালোবাসা তার কষ্টের সাথে একাকার হয়ে অভিনয় করার চেষ্টা করছি। মূল কথা, একজন অভিনেত্রী হিসেবে চরিত্রটির প্রতি সর্বোচ্চ ভালোলাগা ভালোবাসা থেকেই অভিনয় করছি আমি। যারা নাটকে সহশিল্পী আছেন প্রত্যেকেই যার যার চরিত্রে অসাধারণ অভিনয় করছেন। যে কারণে নাটকটির জন্য আমরা সবাই বেশ সাড়া পাচ্ছি। আমি যখন বাইরে যাই অনেক দর্শকই আমাকে পরের মেয়ে নাটকটির কথা বিশেষভাবে বলেন। একজন অভিনেত্রী হিসেবে এটাও অনেক বড় সাফল্য আমার। খুব কম কাজ করছি এখন। কিন্তু যা করছি তাতে বেশ ভালো সাড়া পাচ্ছি। পরের মেয়ের জন্য বেশিই সাড়া পাচ্ছি। পরের মেয়ের পুরো ইউনিটের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ।’ প্রভা এরই মধ্যে সরদার রোকনের পরিচালনায় ‘ইজি লাভ বিজি মন’ নাটকের কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে আছেন সজল। মঞ্জুরুল হক মঞ্জু পরিচালিত সজল প্রভা অভিনীত ‘সদা সত্য কথা বলিব’ নাটকটিও বেশ প্রশংসিত হয়েছে।


আরো সংবাদ



premium cement