৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


শুটিংয়ে ফিরছেন মেহজাবিন চৌধুরী তবে...

-

সর্বশেষ ১৮ মার্চ মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় ‘কেমন আছেন ফ্রিল্যান্সার নাদিয়া’ নাটকে অভিনয় করেছিলেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। পরবর্তীতে করোনার জন্য লকডাউনের কারণে মেহজাবিন তিন মাসেরও বেশি সময় আর অভিনয় করেননি। কিন্তু এবার যেহেতু কোরবানির ঈদ খুব কাছেই চলে এসেছে, নির্মাতাদেরও তাকে নিয়ে নাটক নির্মাণের প্রবল আগ্রহ রয়েছে, রয়েছে দেশ-বিদেশে মেহজাবিনের কোটি কোটি ভক্ত। সে কারণে মেহজাবিনকে অভিনয়ে ফিরতেই হচ্ছে। মূলত দর্শককে নতুন নাটক উপহার দেয়া এবং নির্মাতাদের আগ্রহেই মেহজাবিন বিরতির পর অভিনয়ে ফিরছেন। যার নাটকে তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন সেই মিজানুর রহমান আরিয়ানেরই একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মেহজাবিন নতুন করে কাজ শুরু করতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন মেহজাবিন। কিন্তু এই একটি নাটকের কাজ শেষ করে মেহজাবিন একটু সময় নেবেন। মেহজাবিন বলেন, ‘আপাতত শুধু মিজানুর রহমান আরিয়ান ভাইকেই একটি নাটকের কাজের জন্য সময় দিয়েছি। অনেকেই করোনার এই ভয়াবহ সময়ে স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন। আমিও স্বাস্থ্যবিধি মেনেই নাটকের কাজ করব। একটি নাটক করার পর যদি বুঝতে পারি যে, স্বাস্থ্যবিধি ভালোভাবে মেনেই কাজ করা হচ্ছে, তাহলে হয়তো পরবর্তীতে অন্য পরিচালকদের শিডিউল দেয়া যেতে পারে। মূল কথা, একটি কাজ করে আমি একটু বুঝে নিতে চাই যে, করোনার এই ভয়াবহ সময়টাতে আদৌ কাজে নিয়মিত হওয়া যাবে কি না। যদি সবকিছু ঠিকমতো হয় এবং আমার ভেতরে কাজ করা নিয়ে কোনোরকম শঙ্কা কাজ না করে তাহলেই কাজে নিয়মিত হবো। বাকিটা আল্লাহ ভরসা।’ মেহজাবিন জানান, করোনার লকডাউনের দিনগুলোতে তিনি তার নিজের ইউটিউব চ্যানেলের জন্যও বেশ কিছু ভিডিও তৈরি করে তার চ্যানেলে প্রকাশ করেছেন। সেই কাজগুলোর জন্য তিনি বেশ সাড়া পাচ্ছেন। করোনায় লকডাউনে খুব বেশি যে একঘেয়েমি সময় কেটেছে তার, এমনটি নয়। তাই সময়টাকে অনেকটা সময় উপভোগ করারো চেষ্টা করেছেন। গেলো ঈদে মেহজাবিন তার অভিনীত ‘উপহার’ ও ‘ফটোফ্রেম’ নাটক দুটিতে অভিনয়ের জন্য বেশি সাড়া পাচ্ছেন। ‘উপহার’ নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে তার বিপরীতে আছেন আফরান নিশো। ফটোফ্রেম’ নির্মাণ করেছেন মহিদুল মহিম, এতেও তার বিপরীতে আছেন আফরান নিশো। দুটি নাটক যথাক্রমে ইউটিউবে উপভোগ করেছেন ৪১ ও ৭১ লাখেরও বেশি ভিউয়ার্স। মেহজাবিন জানান, আগামী দুই-তিন দিনের মধ্যেই তিনি শুটিংয়ে ফিরবেন।
ছবি : মোহসীন আহমেদ কাওছার


আরো সংবাদ



premium cement
ট্রেনে বন্ধুর ব্যাগ তুলে দিতে গিয়ে প্রাণ গেল কিশোরের গাজা উপকূলে বন্দর নির্মাণের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্র মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই : রিজভী রেলের ভাড়া না বাড়ানোর আহ্বান জাতীয় কমিটির ব্যারিস্টার খোকনের অব্যাহতিপত্র প্রত্যাহার বড়াইগ্রামে পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫ ‘৭ জানুয়ারি নৌকার প্রার্থীকে জেতানোর জন্য আমরা অনেক অপকর্ম করেছি’ যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়ার শিক্ষার্থীদের অস্বীকৃতি দোয়ারাবাজারে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার খালিস্তানিদের পাশে থাকার বার্তা ট্রুডোর, উদ্বেগ ভারতের

সকল