০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


এন্ড্রু কিশোরের প্রার্থনায় আলম খান

-

বাংলাদেশের প্লেব্যাক সম্রাট এন্ড্রুু কিশোর ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে কিছু দিন আগে দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি তার গ্রামের বাড়ি রাজশাহী চলে গেছেন। সেখানেই তিনি নীরবে একান্তে নিজের মতো করে সময় কাটাচ্ছেন। সিনেমার গানে প্লেব্যাক সিঙ্গার হিসেবে এন্ড্রু কিশোরের যাত্রা শুরু হয় সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও চারবার বাচসাস পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক আলম খানের হাত ধরে। শিবলী সাদিক পরিচালিত ‘মেইল ট্রেন’ সিনেমাতে প্রথম প্লেব্যাক করেন এন্ড্রু কিশোর। এন্ড্রু কিশোর গুরুতর অসুস্থ। তার ফেরার প্রত্যাশা নিয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন প্রতিনিয়ত গুরু আলম খান। আলম খান বলেন, ‘এন্ড্রু কিশোরের গান ছাড়া বাংলাদেশের সিনেমার গানের কথা কল্পনাই করা যায় না। চার দশক ধরে সিনেমার গানে তার অবদান তাকে প্লেব্যাক সম্রাট হিসেবে আখ্যায়িত করেছে, এটি অনেক বড় প্রাপ্তি। এন্ড্রু কিশোরের কণ্ঠটি কাওয়ালি, গজল, ফোক, আধুনিক অর্থাৎ যেকোনো ধরনের গানের জন্য মানানসই। এমন কণ্ঠই যথার্থ সিনেমার গানের জন্য। প্লেব্যাক সম্রাট হিসেবে তার জীবন সার্থক। কারণ দেশের আপামর জনসাধারণ তার গানে মুগ্ধ হয়েছেন, এখনো হচ্ছেন।

 


আরো সংবাদ



premium cement