২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

নতুন বছরে আঁখির ‘তোমারই কারণে’

-

প্লেব্যাকে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন স্টেজ শোতে বাংলাদেশে অপ্রতিদ্বন্দ্বী সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। গত বছর আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’তে গান গাওয়ার জন্য তিনি একজন সঙ্গীতশিল্পী হিসেবে প্রথমবার এই সম্মাননায় ভূষিত হন। তাই গত বছরটি তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি বছর। গত বছরই তার গাওয়া সর্বশেষ গান ‘ল্যায়লা’ গানটি শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। এই গানের পর গত বছর আর কোনো নতুন গান প্রকাশ করেননি আঁখি আলমগীর। কারণ একটু বুঝেশুনে তিনি নতুন গান প্রকাশে মনোযোগ দিচ্ছেন। নতুন বছরে ভালোবাসা দিবস উপলক্ষে একটি ইউটিউব চ্যানেলে বছরের প্রথম গান হিসেবে প্রকাশিত হলো ‘তোমারই কারণে’ গানটি। গানটি লিখেছেন অনুরূপ আইচ। সুর করেছেন ফাবির তাজ তন্ময়। সঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। গানটিতে প্রয়াত বেলাল আহমেদ পরিচালিত ‘নয়নের আলো’ সিনেমার ‘আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে’ গানের ছায়া রয়েছে। আঁখি আলমগীরের নতুন এই গানটি ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৬ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানকিতার মধ্য দিয়ে ইউটিউবে প্রকাশিত হয়। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আছেন চিত্রনায়ক, মডেল আসিফ ইমরোজ ও আরিয়ানা। গানটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘গানটিতে ভয়েজ দেয়ার সময়ই গানটির কথা, সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং আমার বিশ^াস ছিল, গানটি শ্রোতাদের ভালো লাগবে। সেই বিশ^াসটা আছে আমার এই গানকে ঘিরে। সময় গেলে গানের সাড়া মিলবে আশানুরূপ সেই আশা রাখি। তবে আমার ব্যস্ততার কারণে গানটির মিউজিক ভিডিওতে থাকতে পারিনি। গানটির সাথে সম্পৃক্ত প্রযোজনা প্রতিষ্ঠানের আন্তরিকতার প্রতি আমি কৃতজ্ঞ।’ এদিকে ধ্রুব মিউজিক স্টেশন থেকে গত বছরের মার্চ মাসে প্রকাশিত ‘ল্যায়লা’ গানটি এরই মধ্যে সাত লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটি লিখেছেন প্রসেনজিৎ মুখার্জী। সুর সঙ্গীত করেছেন অম্লান। ‘একটি সিনেমার গল্প’ সিনেমায় গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও রুনা লায়লার সুরে ‘গল্প কথার ওই কল্পলোকে জানি একদিন চলে যাবো’ গানটির জন্য প্লেব্যাকে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন আঁখি আলমগীর। ছোট্টবেলায় আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন আঁখি আলমগীর। এদিকে স্টেজশো নিয়েও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন আঁখি আলমগীর। আজ একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নেবেন আঁখি আলমগীর।
ছবি : মোহসীন আহমেদ কাওছার


আরো সংবাদ



premium cement
দ্বিপক্ষীয় বাণিজ্যিক বাধা দূর করতে সম্মত ভুটান ও বাংলাদেশ চরমোনাই পীরের অসুস্থ ভাইকে দেখতে গেল জামায়াতের প্রতিনিধি দল ব্যাঙ্কিং খাতের অনিয়ম-দুর্নীতি আড়াল করতে সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা গাজীপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়ল নেপাল, সতর্ক সংকেত বাংলাদেশের জন্যও গুচ্ছ ভর্তি পরীক্ষা : ১ মে ‘এ' ইউনিটের ফল, ১ আগস্টে ক্লাস শুরু শায়েস্তাগঞ্জে নদীতে গোসলে নেমে এক ভাইয়ের মৃত্যু, নিখোঁজ আরেকজন রোববার থেকে চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক পাকুন্দিয়ায় ইউপি চেয়ারম্যানসহ আসামি ৫২, গ্রেফতার ৪ জাল ভোট হলে তাৎক্ষণিক সেই কেন্দ্রের ভোট বন্ধ : ইসি আহসান হাবিব রাবিপ্রবিতে‘এ’ ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষায় উপস্থিতি ৭৭.৩৯ শতাংশ

সকল