১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


বিন্দু কণার কৃষ্ণলীলা

-

এই প্রজন্মের সঙ্গীতশিল্পীদের মধ্যে নিজের মিষ্টি সুরেলা কণ্ঠ দিয়ে বিশেষত প্রতিনিয়ত স্টেজ শোতে দর্শক শ্রোতাদের মাতাচ্ছেন বিন্দু কণা। বলা হয়ে থাকে, স্টেজ শোতে মাইক্রোফোন হাতে পেলে বিন্দু কণা এক অন্য বিন্দু কণায় পরিণত হন। শোতে অনেক শিল্পীই গান গাইতে গাইতে ক্লান্ত হয়ে পড়েন। কিন্তু বিন্দু কণার ক্লান্তি আসে না। দর্শক শ্রোতাদের চাহিদা থাকা পর্যন্তই তিনি অনায়াসে গান করতে পারেন। স্টেজ শোতে সবসময়ই তার ব্যস্ততা থাকলেও স্টেজ শোর বাইরে ভক্ত শ্রোতাদের জন্যও তাকে ভাবতে হয়। তাই নতুন নতুন গানও প্রকাশ করতে হয় তাকে। এরই মধ্যে ‘অর্ণি রেকর্ডস’-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘পোষা পাখি’ গানটি শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। গানটি লিখেছেন এবং সুর করেছেন সৈয়দ দুলাল এবং সঙ্গীতায়োজন করেছেন ইবরার টিপু। গানটিতে তার অসাধারণ গায়কী প্রশংসিত হচ্ছে। আবার গত ৮ অক্টোবর ‘অর্ণি রেকর্ডস’-এ প্রকাশিত হয়েছে বিন্দু কণার গাওয়া ‘কৃষ্ণলীলা’ গানটি। ফোক ঘরানার এই গানটিও শ্রোতা দর্শকের মধ্যে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। বিন্দু কণার কণ্ঠে ফোক ঘরানার গানই বেশি মানানসই। তাই তার লক্ষ্যও রয়েছে এই ঘরানায় আগ্রহী শ্রোতা দর্শককে আকৃষ্ট করতে। স্টেজ শোতে ফোক গানেই অনন্য তিনি। ফোক গান পরিবেশনা বিন্দু কণাকে এক অন্য বিন্দু কণায় রূপান্তরিত করে। দেশ-বিদেশে তাই বিন্দু কণার আলাদা শ্রোতা দর্শক সৃষ্টি হয়েছে। ‘কৃষ্ণলীলা’ প্রসঙ্গে বিন্দু কণা বলেন, ‘গানটি প্রকাশ হয়েছে মাত্র কয়েক দিন হলো। কিন্তু গানটির জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। আমার ভক্ত শ্রোতা দর্শকের ভাবনা মাথায় রেখেই গান করার চেষ্টা করি। তবে এটা সত্যি, যে মানুষটি আমার গান নিয়ে অনেক গবেষণা করেন; তিনি আমার স্বামী ইবরার টিপু। ইবরার টিপু প্রতিটি গানেরই সঙ্গীতায়োজন করার সময় অনেক শ্রম দিয়ে থাকেন।


আরো সংবাদ



premium cement
১০ জুন চালু হচ্ছে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ ফরিদপুরে একের পর এক বাড়ির লোকদের অজ্ঞান করে চলছে দুর্ধর্ষ চুরি, হাসপাতালে ভর্তি ১৯ বিএনপি ভারতের সাথে শত্রুতা করে অবিশ্বাস সৃষ্টি করেছিল : ওবায়দুল কাদের আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে কোনো অন্যায়-অবিচার থাকবে না : মোবারক হোসাইন কৌশলে জাতিকে কুরআন বিমুখ করা হচ্ছে : ছাত্রশিবির সভাপতি ৭ শ’ উইকেটের দ্বারপ্রান্তে সাকিব শিক্ষকের ২ হাত ভেঙ্গে দেয়ার সাথে জড়িতদের গ্রেফতারে দাবিতে মানববন্ধন উঠতি লেগ স্পিনারদের সাথে বিশেষ সময় পার করলেন মোশতাক আ’লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি : মির্জা ফখরুল বগুড়া সদরে ভাই-বোন ভাইস চেয়ারম্যান প্রার্থী বানিয়াচংয়ে ত্রিপল মার্ডারের প্রধান হোতা বদি গ্রেফতার

সকল