৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত হতে চান সোহানী ইশরাত

-

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান সোহানী ইশরাতের প্রিয় অভিনেত্রী। জয়াই তার অভিনয়ের আদর্শ। তাই নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন এই সময়ের তন্বী তরুণী অভিনেত্রী সোহানী ইশরাত। বাগেরহাটের বয়রার মেয়ে সোহানী ইশরাতের মিডিয়াতে যাত্রা শুরু হয়েছিল ২০১৬ সালে ফারহানা মিলি ও শ্যামল মাওলার সাথে ‘একটি ভুল’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। নাটকটি নির্মাণ করেছিলেন আহমেদ জিহাদ। এরপর সোহানীকে দেখা যায় সালাহ উদ্দিন পরিচালিত ‘মায়া মসনদ’ ধারাবাহিকে। তবে পরবর্তীতে আর কোনো ধারাবাহিকে অভিনয় করেননি তিনি। বেশ কিছু ভালো ভালো গানের মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেছেন তিনি। কণা, বেলাল খান, আকাশ সেন, সাব্বিরসহ আরো বেশ ক’জন শিল্পীর গানে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। তবে সাব্বিরের গাওয়া ‘তোমার হবো বলে’ গানটিতে মডেল হিসেবে অনবদ্য অভিনয় করে বেশি সাড়া পেয়েছেন তিনি। এতে তার সহশিল্পী ছিলেন শ্যামল মাওলা। বিভিন্ন সময়ে ইমরাউল রাফাত, মাবরুর রশীদ বান্নাহ, তপু খান, ফজলুল সেলিমসহ আরো বেশ ক’জন নাট্যনির্দেশকের নাটকে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন সোহানী। সোহানী বলেন, ‘একজন সত্যিকারের অভিনেত্রী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। যেন আমার অভিনয়ের জন্য মানুষ আমাকে মনে রাখেন। যদিও বা কিছুদিন আগে আমি এইচএসসি পাস করেছি। সামনে আমার অনেক সময়। এই সময়টাকে অভিনয়ে নিজেকে গড়ে তুলতে চাই। চাই সবার সহযোগিতা।’ সোহানী ইশরাত জানান এবারের মিস ওয়ার্ল্ড’-এ অংশগ্রহণ করবেন তিনি। বিশে^র দরবারে তিনি নিজের মধ্যদিয়ে বাংলাদেশকে তুলে ধরতে চান। ১৫ নভেম্বর জন্ম নেয়া বৃশ্চিক রাশির মেয়ে সোহানীর বাবা মো: আব্দুর রশীদ মা শাহেদা খাতুন। তিন বোন এক ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। তবে সোহানীর ইচ্ছে আছে পড়ালেখা শেষ করে ভালো কিছু করার।
ছবি : মোহসীন আহমেদ কাওছার


আরো সংবাদ



premium cement
১৯৭১-এ বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার প্রধান ইন্ধনদাতা ছিল আমেরিকা বুয়েটে নিরাপত্তা চেয়ে ছাত্রলীগপন্থী শিক্ষার্থীদের ফের স্মারকলিপি বরিশালে আইএইচটির ২ ছাত্রকে তুলে নিয়ে ছাত্রলীগের মারধর খালে পাওয়া ‘টর্পেডো’টি বাংলাদেশের নয় : ওসি হেলাল উদ্দিন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় বসতবাড়িতে পটকা তৈরির কারখানা বিস্ফোরণে আহত ৪ কোস্টগার্ড পশ্চিম জোনের অভিযানে আটক ৩ জামালপুরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট কৃষকের মৃত্যু রাজশাহীর পদ্মায় ডুবে তাবলিগ জামাতের সদস্যের মৃত্যু খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু

সকল