২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


প্রশংসিত হচ্ছে ইমরান-আনিসার ‘মেঘেরই খামে’

-

এরই মধ্যে যারা ইমরান ও আনিসার প্রথম গান ‘মেঘেরই খামে’র মিউজিক ভিডিও দেখেছেন তারা সবাই ইমরান ও আনিসার গায়কীর প্রশংসার পাশাপাশি প্রথম মিউজিক ভিডিও হিসেবে আনিসার অভিনয়ের দারুণ প্রশংসা করছেন। কারণ ‘মেঘেরই খামে’ হচ্ছে আনিসার প্রথম মৌলিক গান, আবার প্রথম গানের মিউজিক ভিডিওতে তিনি যে দুর্দান্ত পারফর্ম করেছেন তাতে মনেই হয়নি এতে তিনি প্রথম অভিনয় করেছেন। আর তাই গানের কথা, সুর সঙ্গীত এবং গানে ইমরান ও আনিসার কণ্ঠের খেলা-অভিনয় সব মিলিয়েই গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হওয়ার পর থেকেই শ্রোতা -দর্শকের কাছে অভূতপূর্ব সাড়া ফেলেছে। গেলো ১৭ জানুয়ারি গানটি প্রকাশ হয়। আর গানটি প্রকাশ উপলক্ষে গেলো ১৮ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর নিকেতনে ‘ধ্রুব মিউজিক স্টেশন’-এর কার্যালয়ে প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। ত্রয়ীর উপস্থাপনায় ছোট্ট আকারে এই প্রকাশনা উৎসবে অংশগ্রহণ করেন ‘ধ্রুব মিউজিক স্টেশন’-এর কর্ণধার ধ্রুব গুহ, কণ্ঠশিল্পী ইমরান, গীতিকার রবিউল ইসলাম জীবন, কণ্ঠশিল্পী আতিয়া আনিসা। নতুন বছরের নতুন গান নিয়ে ইমরান বলেন, ‘এই মিউজিক ভিডিওতে আমি দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। সবাই জানেন নির্মাতা ভিকি জাহেদ’-এর নির্মাণে টুইস্ট থাকে। এই মিউজিক ভিডিওতে আমার দ্বৈত চরিত্রে অভিনয় করাটাই টুইস্ট ছিল। আগে এমন চরিত্রে অভিনয় করতে আমরা নাটক সিনেমায় দেখেছি। কিন্তু মিউজিক ভিডিওতে এটা প্রথম, সেটাও আমি করেছি। আনিসা খুব ভালো গায়। এর পাশাপাশি প্রথম গানের ভিডিওতে সে খুবই চমৎকার অভিনয় করেছে। একটি মিষ্টি গান ও আমাদের অভিনয় দুটোর সমন্বয়ে গানটি শ্রোতা-দর্শকের কাছে উপভোগ্য হয়ে উঠেছে। ধন্যবাদ ধ্রুব দা’কে, জীবন ভাই, ভিকি ভাইকে আন্তরিক ধন্যবাদ।’ আতিয়া আনিসা বলেন, ‘আমার ভীষণ পছন্দের মানুষ, পছন্দের শিল্পী ইমরান ভাই। তার সঙ্গে আমার জীবনের প্রথম মৌলিক গান। তাই মেঘের খাম’কে ঘিরে ভালোলাগাটা সত্যিই একটু অন্যরকম। শুরু থেকেই গানটির জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস আগামী দিনগুলোতে আরো ভালো সাড়া পাবো।’ ধ্রুব গুহ বলেন, ‘মেঘের খামে এত মিষ্টি একটি গান যে প্রথমেই গানটি শুনে আমার মনে এবং কানে লেগে গিয়েছিল।


আরো সংবাদ



premium cement
ইতিহাসের উষ্ণতম এপ্রিল দেখল মিয়ানমার আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে উদ্বিগ্ন ইসরাইলি কর্মকর্তারা নোয়াখালীতে হিট স্ট্রোকে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু ভূমি সেক্টরে রাজস্ব আদায় বাড়ানোর ক্ষেত্র চিহ্নিত করতে ভূমিমন্ত্রীর নির্দেশ বাইপাস সার্জারির জন্য কৃত্রিম রক্তনালী তৈরির চেষ্টা হামাসকে যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলি প্রস্তাব বিবেচনার আহ্বান যুক্তরাজ্যের প্রথমবারের মতো সিরি-এ ম্যাচে ছিলেন সব নারী রেফারি ফেনীতে তাপদাহে তৃষ্ণা মেটাতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে যাদের ইলমে দীন অর্জনের সৌভাগ্য হয়েছে, তারাই প্রকৃত ধনী ৩৩ ইসরাইলির মুক্তির বিনিময়ে গাজায় ৪০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব

সকল