২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


মম’র প্রশংসায় নাঈম

-

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম’র সাথে একটি নাটকে কাজ করা প্রসঙ্গে মম সম্পর্কে ভূয়সী প্রশংসা করলেন এ সময়ের দর্শকপ্রিয় অভিনেতা এফ এস নাঈম। সরদার রোকনের নির্দেশনায় তারা দু’জন এরই মধ্যে শেষ করেছেন ‘পাশে থাকার গল্প’ নামের একটি নাটক। সরদার রোকন জানান ‘পাশে থাকার গল্প’ একটি রোমান্টিক গল্পের নাটক। এই নাটকের প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও এফ এস নাঈম। আগামী ১২ জানুয়ারি শনিবার রাত ৮টায় নাটকটি আরটিভিতে প্রচারের লক্ষ্যে নির্মিত হয়েছে। এ নাটকে জাকিয়া বারী মম’র সাথে অভিনয় প্রসঙ্গে এফ এস নাঈম বলেন, “জাকিয়া বারী মম’র সাথে একজন সহশিল্পী হিসেবে আমি কাজ করছি বলা যায় প্রায় ১০ বছর। তার সাথে অভিনয় করতে গিয়ে আমার বারবার কেবল এটাই মনে হচ্ছে, মম’র সাথে অভিনয় করতে হলে তার বিপরীতে একজন পাকা অভিনেতা থাকাটাই জরুরি। কারণ মম নিঃসন্দেহে একজন গুণী অভিনেত্রী এবং বিভিন্ন নাটকের চ্যালেঞ্জিং চরিত্রগুলো, নাটকের সবচেয়ে দায়িত্ববান চরিত্রগুলোতে তাকেই চূড়ান্ত করা হয়। এ সময়ে এসে আমি একটু একটু করে উপলব্ধি করছি, যখন আমি তার বিপরীতে অভিনয় করি, তখন আমি নিজেকে খুঁজে পাই না। আমার ভাবনা এমন যে নিজেকে অভিনয়ে আমার আরো ম্যাচুউরড করতে হবে। নিঃসন্দেহে মম একজন ম্যাচুউরড অভিনেত্রী। এই নাটকে আমাদের অভিনয় আশা করি ভালো লাগবে দর্শকের। জাকিয়া বারী মম বলেন, ‘নাঈম আমার খুব ভালো একজন বন্ধু। নিঃসন্দেহে একজন নির্ভরযোগ্য সহশিল্পী। তার অভিনয়ই শুধু না, তার আচার আচরণও সবাইকে মুগ্ধ করে। সহশিল্পী হিসেবে যাদের ওপর ভরসা করা যায় তাদের মধ্যে একজন নাঈম। রোকনের নির্দেশনায় এই নাটকে আমাদেরকে দর্শক একটু অন্যরকমভাবে দেখবেন।’ সরদার রোকনের নির্দেশনায় মম ও নাঈম সর্বশেষ ‘চাঁদ কন্যা’ নাটকে অভিনয় করেছেন। এ দিকে মম ও নাঈম মাছরাঙ্গা টিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘ঘরে বাইরে’তেও অভিনয় করছেন। এ ছাড়া নাঈম বিটিভিতে প্রচার চলতি রাকেশ বসু নির্দেশিত ‘শেষ ভালো যার’-এর শেষ লটের শুটিং নিয়ে আজ ব্যস্ত থাকবেন। তবে নাঈম জানান, চলতি বছর তাকে সিনেমায় দেখা যেতে পারে। বেশ ক’জন নির্মাতার সাথে তার সিনেমায় অভিনয়ের ব্যাপারে আলাপ চলছে। নাঈম অভিনীত প্রথম সিনেমা খিঁজির হায়াত খান পরিচালিত ‘জাগো’। মম অভিনীত তিনটি সিনেমা গত বছর মুক্তি পায়। সিনেমাগুলো হচ্ছেÑ ‘আলতাবানু’, ‘ দহন’ ও ‘স্বপ্নের ঘর’।


আরো সংবাদ



premium cement