২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


হেভিওয়েট যেসব প্রার্থী হেরে গেছেন

হেভিওয়েট যেসব প্রার্থী হেরে গেছেন - নয়া দিগন্ত

এবারের জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন। তাদের মধ্যে বর্তমান প্রতিমন্ত্রী ও সাবেক মন্ত্রীসহ একাধিক প্রার্থী রয়েছেন। ফজলে হোসেন বাদশা, হাসানুল হক ইনু, শমসের মোবিন চৌধুরী, খন্দকার তৈমুর আলম, শেরিফা কাদের, শামীম হায়দার পাটোয়ারী, শিল্পী মমতাজ বেগম, বঙ্গবীর কাদের সিদ্দীকী, আনোয়ার হোসেন মঞ্জু, মশিউর রহমান রাঙ্গা, শওকত মাহমুদসহ আরো অনেকেই জয়ী হতে পারেননি।

মানিকগঞ্জ-২ : কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

গাজীপুর-৫ : মেহের আফরোজ চুমকি হেরে গেছেন। এখানে বিপুল ভোটে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডাকসুর সাবেক ভিপি আকতারুজ্জামান।

জামালপুর-৪ : সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এই আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ (ট্রাক) প্রতীকে ৫০ হাজার ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত মাহবুবুর রহমান হেলাল (নৌকা) প্রতীক পেয়েছেন ৪৭ হাজার ৬৩৮ ভোট। একই আসনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মুরাদ হাসান (ঈগল) প্রতীক নিয়ে নির্বাচন করে ৩৭ হাজার ৪৩৩ ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন।

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) : স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন চৌধুরীর কাছে তৃতীয়বারের মতো হারলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ। তিনি দলটির সভাপতিমণ্ডলীরও সদস্য।

টাঙ্গাইল-৮ : বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

রাজশাহী-২ : ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে ছিলেন।

হবিগঞ্জ-৪ : বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।

সিলেট-৬ : তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

কুষ্টিয়া-২ : জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

নারায়ণগঞ্জ-১ : তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার।
রংপুর-১ : মসিউর রহমান রাঙ্গা।

ফরিদপুর-৪ : কাজী জাফর উল্লাহ।
জামালপুর-৪ : সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

ঢাকা-১৯ : ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

নেত্রকোনা-৩ : আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।

যশোর-৬ (কেশবপুর) : জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

পিরোজপুর-২ : জাতীয় পার্টির (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু।

বরগুনা-১ আসনে হেরেছেন পাঁচ বারের সংসদ সদস্য নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

রাজশাহী-১ : ট্রাক প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া (মাহিয়া মাহি)।

মাদারীপুর-৩ (সদর একাংশ, কালকিনি ও ডাসার) : আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবদুস সোবহান ওরফে গোলাপ।


আরো সংবাদ



premium cement