১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


রাবিতে মিমাংসা বৈঠকে আ.লীগ-ছাত্রলীগ মারামারি

- ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পূর্বের বাকবিতণ্ডার মিমাংসার সমাধান করতে এসে ছাত্রলীগ নেতা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা ও মতিহার থানা আ.লীগের নেতাদের মধ্যে ঘটনায় ছাত্রলীগনেতাসহ দুই জন আহত হয়।

আহতরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু ও মতিহার থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রানা।

প্রতক্ষ্যদর্শীরা জানান, রাতে পূর্বের বাকবিতণ্ডার ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটে রাবি ছাত্রলীগ নেতা রাজু ও সাবেক ছাত্রলীগ নেতা হাসান শাহরিয়ারকে নিয়ে মিমাংসা বৈঠকে বসেন আওয়ামী লীগ নেতা রানা। সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে চেয়ার ছোড়া ছুড়ির ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা হাসান শাহরিয়ার আওয়ামী লীগ নেতা রানার ওপর চেয়ার ছুড়ে মারেন। এতে রানা আহত হয়ে রাবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিতে আসেন।

পরে রানার আহত হওয়ার খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে রাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইলিয়াস হোসেনের নেতৃত্বে স্থানীয় আওয়ামীলীগ নেতা বাবু, মিনারুলসহ কয়েকজন রাজুকে বেধড়ক মারধর করেন। এতে রাজুর মাথা ফেটে যায়।

রাবি মেডিকেল সূত্রে জানা গেছে, গুরুতর জখম হওয়ায় ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজুকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। ঘটনার বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম রানা ও ছাত্রলীগ নেতা রেজাউল করিম রাজুকে একাধিকবার ফোন দেওয়া হলে তারা ব্যস্ত আছি বলেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘ছাত্রলীগ নেতা রাজুকে মারছে। কি কারণে ঘটেছে সে বিষয়ে কিছু জানিনা।


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে মার্কিন বিমানবাহিনীর সদস্য নিহত পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির সমাবেশ শুরু টঙ্গীতে ৩ তলার ছাদ থেকে পড়ে বিএনপি নেতার ছেলের মৃত্যু মালদ্বীপ থেকে সব সৈন্য প্রত্যাহার করেছে ভারত জামিন পেলেন কেজরিওয়াল, তবে ভোটগণনার দিন থাকতে হবে জেলেই পরকীয়া প্রেমিক যুগলের গলায় জুতার মালা : চেয়ারম্যান বরখাস্ত সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা রংপুরে রেয়াত পদ্ধতি চালুসহ ৪ দফা দাবিতে মানববন্ধন নতুন কোচের সন্ধানে বিসিসিআই, তাহলে কি দ্রাবিড়ের বিদায়! থাইল্যান্ডে এ বছর হিটস্ট্রোকে ৬১ জন প্রাণ হারিয়েছে : সরকার নির্বাচন শেষ হলে আরো সত্য ঘটনা সামনে আসবে, ধর্ষণের অভিযোগ প্রসঙ্গে শাহজাহান

সকল