২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

৫০৭ টাকা কেজি দরে ভারতে ইলিশ রপ্তানি শুরু

৫০৭ টাকা কেজি দরে ভারতে ইলিশ রপ্তানি শুরু - ছবি : সংগৃহীত

সাত বছর রপ্তানি বন্ধ থাকার পর সোমবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ইলিশের প্রথম চালান ভারতে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা শেষে বোনপোল স্থলবন্দরের শুল্ক কর্মকর্তারা প্রথম চালানের ৩০ হাজার ৫৬০ কেজি ইলিশ রপ্তানির অনুমতি প্রদান করেন।

ঢাকার রপ্তানিকারক অ্যাকোয়াটিক রিসোর্স লিমিটেডের কাছ থেকে কলকাতার আমদানিকারক নাজ ইমপেক্স ভারত প্রাইভেট লিমিটেড প্রতি কেজি ৬ ডলার (বাংলাদেশি টাকায় ৫০৭.২৪ পয়সা, ১ ডলারে ৮৪.৫৪ টাকা হিসাবে) দরে এ ইলিশ কিনে নিচ্ছে।

সিএন্ডএফ এজেন্ট অমি এন্টারপ্রাইজের কর্ণধার মতিউল হক বলেন, বাংলাদেশ থেকে একবারই ভারতে ইলিশ রপ্তানি হবে। এ ইলিশগুলো কলকাতার বিভিন্ন বাজারে বিক্রি করা হবে। কলকাতায় ইলিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, ২০১২ সালে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। এবার বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে শুভেচ্ছা হিসেবে।

বেনাপোল শুল্ক কার্যালয়ের সহকারী কমিশনার উত্তম চাকমা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় গত ২২ সেপ্টেম্বর ইলিশ রপ্তানির অনুমোদন দেয়ার পর সোমবার সকালে প্রথম চালান ভারতে পাঠনো হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বেনাপোল-পেট্টাপোল বন্দর হয়ে ইলিশের চালান পশ্চিমবঙ্গে পৌঁছাবে বলে জানান তিনি।

দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে গত ২২ সেপ্টেম্বর পাশ্ববর্তী দেশ ভারতে সর্বোচ্চ ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার। পাঁচ দিন ব্যাপী দুর্গাপূজা পালন উৎসব আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে চুয়েট ১১ মে পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত নরসিংদীতে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু হিলিতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ ‘গাজার ধ্বংসাবশেষ পরিষ্কার করতে ১৪ বছর লাগতে পারে’ সখীপুরে ছাগল চুরির মামলায় মা-ছেলে কারাগারে ‘অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না’ রাজশাহীতে হলে ঢুকতে না দেয়ায় রাস্তায় বিসিএস পরীক্ষার্থীর কান্না সালমান-শাকিবের পর এবার জয়কে টার্গেট!

সকল