০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ডিমের পিস ৬ টাকা

ডিমের পিস ৬ টাকা - ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় শাকসবজির দাম অনেকটাই সহনীয় হয়ে এসেছে। ডিমের দাম সাড়ে সাত টাকা থেকে কমে দাঁড়িয়েছে প্রতি পিস ছয় টাকা। খুচরা বাজারে গতকাল বেশির ভাগ সবজির দামই রোজা শুরুর দিনগুলোর চেয়ে বেশ কমেছে। কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে টমেটো, বেগুন, বরবটি, ঢেঁড়স, কাঁকরোল, পটোল প্রভৃতি সবজির দাম। রমজানের কারণে চাহিদা কম থাকায় দাম কমেছে বলে জানান বিক্রেতারা। যদিও কোনো কারণ ছাড়াই রমজান মাস শুরুর দু-এক দিন আগ থেকে সব কিছুর দাম বেড়ে যায়।

চাহিদা কম থাকায় চলতি সপ্তাহে বাজারে দাম কমেছে চিনি, ছোলা, মাছ, মুরগি, তেল, ডাল, পেঁয়াজ, রসুন, আদাসহ অনেক পণ্যের। সরবরাহ ভালো থাকায় এ সপ্তাহে চালের দামও কিছুটা কমেছে বলে জানান ব্যবসায়ীরা। গরুর গোশত বিক্রি হচ্ছে সিটি করপোরেশন কর্তৃক নির্ধারিত ৪৫০ টাকা দরেই। আগামী সপ্তাহেও বেশির ভাগ পণ্যের দাম কম থাকবে বলে জানান ব্যবসায়ীরা। তবে সরবরাহ স্বাভাবিক থাকার পরও একসঙ্গে অনেক বাজার করার প্রবণতার কারণে ঈদের আগে আরেক দফা দাম বাড়তে পারে বলে জানান তারা।

রাজধানী ঢাকার কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা যায়, অনেক সবজিই বিক্রি হচ্ছে সহনীয় দামে। বেশ কিছু দিন অস্বাভাবিক পর্যায়ে থাকা পেঁপের দাম ৭০ টাকা থেকে কমে ৪০ টাকায় এসেছে। কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে পটোল, ঢেঁড়স, বরবটি, চিচিঙ্গা প্রভৃতি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। ৮০ টাকার কাঁকরোল এখন পাওয়া যাচ্ছে ৬০ টাকায়। ১০০ টাকার লম্বা বেগুন ৬০ থেকে ৬৫ টাকায় পাওয়া যাচ্ছে।

বাজারে গতকাল কাঁচা মরিচ ৪০ থেকে ৫০, শসা ৩৫ থেকে ৪০, গাজর ৫৫ থেকে ৬০, মুলা ৪০ থেকে ৫০, আলু ২৫, প্রতিটি বাঁধাকপি ৩০, ফুলকপি ৩৫, জালি ৩০ থেকে ৪০, ধনিয়া পাতার কেজি ৭০ থেকে ১০০, কাচ কলার হালি ২৫ থেকে ২৮, লাউ প্রতিটি ৪০ থেকে ৫০, কচুর ছড়ার কেজি ৩০ থেকে ৫০, লেবুর হালি ২০ থেকে ৩০ টাকায় বিক্রি করতে দেখা যায়।

ব্যবসায়ীরা জানান, প্রায় এক মাস ধরে ধারাবাহিকভাবে কমছে ডিমের দাম। রোজার আগের সপ্তাহের চেয়ে ডজনপ্রতি ডিমের দাম ১৫ টাকা কমেছে। আর খুচরা দোকানে প্রতিটি ডিমের দাম এক মাসের ব্যবধানে কমেছে দুই থেকে আড়াই টাকা করে। বাজারে গতকাল প্রতি ডজন ডিম ৬৫-৭০ টাকায় বিক্রি হয়। আর এক ডজনের কম নিলে প্রতি হালির দাম নেয়া হচ্ছে ২৫ টাকা। অথচ রোজার আগে প্রতি ডজন ডিম বিক্রি হয় ৮৫ থেকে ৯০ টাকা দরে। এক হালির দাম ছিল ৩০ টাকা। একটি কিনলে ৮ টাকা।


আরো সংবাদ



premium cement
এবার যুদ্ধবিরতির প্রস্তাব বিষয়ে আলোচনা করতে কায়রো যাচ্ছে ইসরাইলি প্রতিনিধি দল ভারতে ক্যানসার রোগীর সংখ্যা বাড়ছে নিউইয়র্কে অভিজাত ফ্যাশন শো’র কাছে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ নির্বাচনের আগের দিন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সামচুল আলম কারাগারে মান্দায় ৫ বছরের শিশুকে ধর্ষণ : বৃদ্ধ গ্রেফতার রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত ভোলার চরে ভূমি মালিকদের ওপর হামলা, আহত ২৫ কটিয়াদীতে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম রাজশাহীতে পাথরবোঝাই ট্রাক থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার হিজবুল্লাহর হামলা প্রতিরোধে ব্যর্থতা স্বীকার করল ইসরাইল ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ মুফতি রফিকুল ইসলাম

সকল