২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


বিশ্বসাহিত্যের টুকিটাকি

মেরি কস্টেলোর গল্প

-

একটি ছোট গল্প, ভেতরে একজন লেখক কী করতে পারেন? আইরিশ লেখিকা মেরি কস্টেলোর গল্প আলাদা দ্যোতনা নিয়ে এসেছে সাহিত্যে আর তিনি সেটাই করে দেখিয়েছেন। সে কারণে তার বই বেশ প্রচার পেয়েছে। তার ছোটগল্পে একটি উচ্চাকাক্সক্ষা তাকে বিশেষভাবে গাইড করেছে এমনটা দেখা যায়। হোর্হে লুইস বোর্হেসের গল্পের অনেকটা আদল দেখা যায় এতে। যেখানে কথক মহাকাশের বিন্দু হয়ে সব কিছুকে ধারণ করে। তার নতুন গল্প সঙ্কলন বার্সেলোনা সেই ধারারই নতুন সংযোজন। এই বইয়ের গল্পগুলোতে আধুনিক জীবনের অন্তর্নিহিত অস্থিরতা এবং কখনো কখনো মানবতার নিষ্ঠুর প্রকৃতি প্রকাশ করে। একজন রিভিউয়ার বলছেন, শহরের রাস্তায় দীর্ঘ গাড়ির সারি বা শহরতলির কক্ষে কাহিনী যেখানেই সেট করা হোক না কেন, মেরির গল্পে আমরা চরিত্রগুলোকে নানারূপে দেখতে পাই। কখনো তারা হতাশায় নিমজ্জিত, কখনো দেখা যায় চরম নাটকীয়তা এসেছে কাহিনী বর্ণনে। তার চরিত্রগুলো- পুরুষ এবং মহিলা, অতীত এবং বর্তমান, উত্তম পুরুষে বর্ণিত বা অজানা বাইরের কণ্ঠে বন্দী- প্রায়শই ট্রানজিট এবং সীমাবদ্ধতার মধ্যে থাকে। মাই লিটল পাইরোম্যানিয়াক অদ্ভুতুড়ে ছোঁয়া নিয়ে একটি গল্প, একজন মহিলা নিজেকে একজন প্রাক্তন প্রেমিকের পাশে বসবাস করতে দেখেন। তিনি যে জীবনের মুখোমুখি হয়েছিলেন এবং শেষ পর্যন্ত তার জীবন যে খাতে প্রবাহিত হয়েছে তা সম্পূর্ণ আলাদা। অপ্রতিরোধ্য উপায়ে তাদের সম্পর্কের ধারাবাহিকতা রক্ষা করে চলে। চরিত্রগুলো নিজেদের বিভিন্ন ধরনের যন্ত্রণাদায়ক সিদ্ধান্তহীনতার মধ্যে খুঁজে পায়, প্রায়শই একটি আতঙ্কিত এবং ভয়ঙ্কর করুণা দ্বারা আঁকড়ে ধরে। অন্যত্র চরিত্রগুলো নিজেদেরকে বিভিন্ন ধরনের যন্ত্রণাদায়ক সিদ্ধান্তহীনতায় খুঁজে পায়, প্রায়শই একটি আতঙ্কিত এবং ভয়ঙ্কর করুণা দ্বারা আঁকড়ে থাকে। বেশ কয়েকটি গল্পে এর উৎস হলো মানুষের উদ্দেশ্যে পশুদের চিকিৎসা এবং জবাই করা, বিশেষত অ্যাট দ্য গেটে, যেখানে একজন মহিলা জেএম কোয়েটজির কথা শোনার জন্য তার স্বামীর সাথে একটি সাহিত্য উৎসবে যান। কস্টেলো নিজেই কোয়েটজিকে একজন প্রিয় লেখক হিসেবে উল্লেখ করেছেন এবং তিনি তার কাজের প্রশংসা করেছেন গল্পে। বইয়ের সেরা গল্প দ্য চোক-আইস ওম্যান এ দেখা যায় বিপর্যয়কর এক চিত্র। গল্পের একটি চরিত্র ফ্রান্সেস তার ভাইয়ের মৃতদেহ ডাবলিনের একটি হাসপাতাল থেকে অপর চরিত্র কেরির পরিবারের খামারে নিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পর দেখা গেল ফ্রান্সেস তার ভাইয়ের লাশের পরিবর্তে আরেকজনের লাশ নিয়ে এসেছেন। এরপর কাহিনী নাটকীয়তার মধ্য দিয়ে আগায়। মেরি কস্টেলোর জন্ম আয়ারল্যান্ডের গালওয়েতে। ২০১২ সালে প্রকাশিত তার ছোট গল্পের সঙ্কলন দ্য চায়না ফ্যাক্টরি গার্ডিয়ান ফার্স্ট বুক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল। তার দ্বিতীয় বই এবং প্রথম উপন্যাস একাডেমি স্ট্রিট ২০১৪ সালে আন্তর্জাতিক ডাবলিন সাহিত্য পুরস্কার, কোস্টা প্রথম উপন্যাস পুরস্কার এবং সাহিত্যের জন্য ইইউ পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছিল। উপন্যাসটি আইরিশ নভেল অব দ্য ইয়ার পুরস্কারের পাশাপাশি আইরিশ বুক অব দ্য ইয়ার হয়েছে। এরপর থেকে এটি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। কস্টেলো ডাবলিনে থাকেন। তার বার্সেলোনা বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ক্যাননগেট। তার অপর বইগুলো হচ্ছে একাডেমি স্ট্রিট (২০১৪), দ্য রিভার ক্যাপচার (২০১৯)।


আরো সংবাদ



premium cement