২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


হাসান নাজমুল

পাথর-মানুষ

-

একটি হৃদয় প্রয়োজন।
প্রকৃতির গ্রাম ছেড়ে শহরের পথে
অবিরাম অন্বেষণ করছি হৃদয়;
চারদিকে অরণ্যের গাছের মতন অসংখ্য মানুষ,
নড়ছে না তারা
সরছে না কোনোদিকে,
শুধু মানুষের অবয়ব নিয়ে রয়েছে দাঁড়িয়ে মহাকাল ধরে,
বস্তুত পাথর তারা
তারা পাথর-মানুষ;
মানুষের ভিতরে হৃদয় থাকে শুনেছি তা মানুষের কাছে,
অথচ এ শহরে মানুষ নেই। আছে কেবলি পাথর।
হৃদয় কোথায় পাবো আমি?


আরো সংবাদ



premium cement