০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


ঋণগ্রস্ত কাব্যের বাকল

-


এই নদীর কাছেÑ এই সবুজ শস্যের কাছে ঋণী হয়ে আছি।
ঋণী হয়ে আছি ঔরসধন্য পিতার কাছে
জননীর কাছেÑ যার দুগ্ধ ঋণে বেঁচে আছি আমি
যার কোমল স্নেহজ পরশ আমার পরতে পরতে।
আমি নিজেই এখন ঋণগ্রস্ত এক কাব্যের বাকল
যার ধমনীতে মাতৃমাটির অঙ্কুরিত সবুজের দাপাদাপি
ছুঁয়ে দিচ্ছে গৌরব জানালা। এ মাটিতে ঘুমিয়ে আছেন
ঈসা খাঁ ও বীর তীতুমীর। মাস্টারদা’র চট্টলায়
এখনো ধ্বনিত হয় বিদ্রোহী হুঙ্কার। কালুরঘাট বেতার কেন্দ্র
স্বাধীনতার প্রদীপ্ত ঘোষণায় উজ্জীবিত করে
বঙ্গবন্ধুর আনন্দ উচ্ছ্বাস। বেজে ওঠে সশস্ত্র সানাই।

আমি ফেরদৌস বারবার ফিরে আসি শেকড়ের কাছেÑ
কবিতার কাছে। আমি জানি, এ জননী ধরে আছে
তেরোশত পলিযুক্ত বহমান নদী। ঘামের শরীর নিয়ে
চাষিণীও দিন গুনে নতুন দিনের।
জেলে তাঁতী মজুরের রক্ত ঘামে এ মৃত্তিকা হয়ে ওঠে
কাব্যময় ফসলের প্রত্যাশিত মেঘের গোলাপ।


আরো সংবাদ



premium cement