০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


বিশ্বসাহিত্যের টুকিটাকি

-

সৌদি আরবে রিয়াদ ইন্টারন্যাশনাল বুক ফেয়ার
কোভিড-১৯-এর প্রকোপ কমে আসায় বিশ্বের অনেক দেশ স্বাভাবিকতায় ফিরছে। প্রকাশনা শিল্পে বা বই মেলা বা উৎসবের ওপর কোভিড আঘাত হেনেছে প্রবল। বছরের গোড়ার দিকে অনুষ্ঠিত বাংলাদেশের একুশের বই মেলা এ বছর স্বাভাবিক গতি পায়নি। কিন্তু সম্প্রতি সৌদি আরবে হয়ে গেল ২১তম রিয়াদ ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। ১ অক্টোবর থেকে ১০ অক্টোবর হয়েছে এই মেলা। স্থানীয় ও বিদেশী প্রকাশনা সংস্থা যোগ দিয়েছে মেলায়। এবার ৫০ শতাংশ কমিশনে বই বিক্রি করা হয়। প্রকাশকদের সমন্বয়ে একটি সম্মেলন এবং কপিরাইট ও অনুবাদ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মেলার আয়োজক ছিল সৌদি কমিশন ফর লিটারেচার, পাবলিশিং অ্যান্ড ট্রান্সলেশন। প্রকাশকদের ও প্রদর্শকদের মেলায় অংশগ্রহণের জন্য বাড়তি প্রণোদনা দিয়েছে তারা, যার মধ্যে ৫০ শতাংশ কমিশন ছাড়াও ছিল বই পাঠানোর খরচ বহন করা। এ বছর ইরাক ছিল এই মেলার ‘গেস্ট অব অনার কান্ট্রি’। কোভিডের কারণে গত বছর রিয়াদ বুক ফেয়ার হয়নি। বৈশ্বিক মহামারী করোনার ছোবলে অন্যান্য দেশের মতো আরব বিশ্বেও প্রকাশনা শিল্পে নেতিবাচক প্রভাব পড়ে। এ বছর এই উৎসব হতে পারায় এই শিল্প ঘুরে দাঁড়াবে বলে আয়োজকদের আশা। সৌদি আরবে বহু লেখক লেখিকা উঠে আসছেন, পুরস্কার জিতে নিচ্ছেন আন্তর্জাতিক অঙ্গনে। বইমেলা তাদের জন্য একটি সুযোগ। পুরস্কার পাওয়া দু’জন সৌদি লেখক-লেখিকা হলেন মোহাম্মদ হাসান আলওলান ও রাজা আলিম। ৪২ বছর বয়সী আলওয়ান তার ‘এ স্মল ডেথ’ উপন্যাসের জন্য ২০১৭ সালে আরব বুকার হিসেবে পরিচিত ‘ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশন’ লাভ করেন। এ পর্যন্ত তার পাঁচটি উপন্যাস প্রকাশিত হয়েছে। ৫১ বছর বয়সী লেখিকা রাজা আলিমও উপন্যাস লিখে নাম করেছেন। তার কয়েকটি নাটক, তিনটি উপন্যাস, একটি গল্প সঙ্কলন বের হয়েছে। তিনিও ২০১১ সালে যৌথভাবে আরব বুকার পুরস্কার লাভ করেন তার ‘দি ডাভস নেকলেস’ উপন্যাসের জন্য। তার সাথে সেবার পুরস্কার পান মরক্কোর মোহামেদ আশারি।


আরো সংবাদ



premium cement