২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সব উজাড় করে দিতে হয়

-

মানুষকে নিঃস্ব হয়ে উজাড় করে দিতে হয়
মসৃণ পথে ভঙ্গুর জীবনের নিত্য কোলাহল
সকাল থেকে অপরাহ্ন
অপরাহ্নের লাল ঘুচে গেলে অন্ধকারেও দিতে হয়।

সূর্যের আলো ও চাঁদের হাসি থেকে
ধান ক্ষেত নদী থেকে ঋণ করে
পুঁইশাক লাউডগা ধুন্দল ঝিঙ্গার ফুল থেকে
প্রভাতের শিশির ভেঙে দিতে হয় শ^াসে শ^াসে
শ্রমের বাজার থেকে তাড়া খেয়ে ঘাম ঝরিয়ে
হিসাবের অমিল থেকে কাটছাঁট করে
কষ্টের জমিনে ঘাপটি মেরে থাকা
বাতাসের চাবুক খেয়ে দিতে হয়।

দিতে দিতে বিকেলের বারান্দা থেকে
হতাশ নয়নে দেখা যাবে সত্যি আর কিছুই নেই
জীবনের নদী কখন যে কোথায় বয়ে যাবে
চোখের সামনেই ফেটে যাবে এই শরীর মাটি মাঠ
অজান্তে চোখের কোণায় ভিড় করবে জল
কিছুই থাকবে না অবশিষ্ট সঞ্চয় আর
এক টুকরো শাদা কাফনের আঁচলে ঘুমাবার জন্য
দিতে হয় তবু সব উজাড় করেই দিতে হয়।


আরো সংবাদ



premium cement