২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


আদম হাসে

-

রাতের কাছে চেয়ে থাকি দেখতে হাসি
হাসি তো নয় দুঃখের বাতি রাশি রাশি!
রাতের চোখে জলের সিঁড়ি ঊর্ধ্বাকাশে
বন্ধু হতে চাবি খোঁজো শ্বাস প্রশ্বাসে।

রাতের বাতি নিভে গেলেও হাল ছেড়ো না
বন্ধু হওয়া প্রাণের দাবি কেউ ভুলো না।
রাতের জমিন পোশাক হারা দূর আকাশে
আঁধার রাতে জিকির শেষে হাসি ভাসে।

নোনাজলের ধ্যানের পাতায় আদম হাসে
সেই জ্বলেতে কাঁদতে হবে আপন ভাষে।
নুনতা ভারে খোদা রাজি মধ্যরাতের থালায়
সোহাগ ভুলে মুক্তি কামাও আলোর ধারায়।


আরো সংবাদ



premium cement