০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


তুমি আমার আজন্ম অসুখ

-


ইদানীং ইলেকট্রিসিটি ভদ্র হয়েছে
এতো যাওয়া-আসা করে না
যতোবার তুমি এসো যাও।

চৌধুরী বাড়ির মাথায় দাঁড়িয়ে
রঙ করে যাও আকাশ আর চাঁদ
তুমি কী জানো গাধা কখনো রঙ বোঝে-না।

চুমুতে প্রেমের খাজনা মিটে না
হাওয়ার-হালুয়া ভাসে না জলে
প্রেম তো পরিত্যক্ত জলপাইয়ের মতো
পড়ে থাকে দুয়ারের-তলে।

কেউ শুধু দেখে যেতে চায়
পাইলেও যেন তারে পায় না
কিছু কিছু দুঃখ থাকে
যার কোন নাম দেওয়া যায় না।

তুমি না হয় বেনামি দুঃখ আমার
তুমি না হয় আজন্ম অসুখ।

 

 


আরো সংবাদ



premium cement