০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


তবে কি প্রকৃতির প্রতিশোধ

-

বারান্দায় দাঁড়াতেই মুগ্ধ হলাম বেলি ফুলের সৌরভে
টবের গাছে এতো ফুল আগে ফোটেনি কখনো,
পাখির ডাকে দূরে তাকাতে দেখি
স্বচ্ছ নীলাকাশÑ
বাতাসও কেমন নির্মল!
করোনার এই দুঃসময়ে সমুদ্র সৈকতে
করছে খেলা কত ডলফিন
এমন দৃশ্য দেখা যায়নি বহুদিন।

প্রাণবন্তু প্রকৃতির বিপরীতে
মানুষ এখন গৃহবন্দী
সভ্যতার চাকা অচল,
এক অনুজীবের সংক্রমণে
পৃথিবীটা বদলে গেছে কেমন!
প্রকৃতি ও মানুষ যেন আলাদা আলাদা এখন।

অথচ প্রকৃতি সর্বদাই ছিল মানববান্ধব
মানুষ ঠিক তার বিপরীত,
বায়ুদূষণ জলদূষণ শব্দদূষণ
দূষণে-দূষণে শুধুই অনাসৃষ্টি
আরো কত অজাচার-অনাচার,
জাপিত জীবনে শত দুর্ভোগ মানব ও প্রকৃতির!
তবুও সভ্যতার শাসকরা কেমন নির্বিকারÑ
ওদের যত মনোযোগ
আগ্রাসন ও মুনাফায়!

মূর্খতার এমন জামানায়
আর কত প্রশ্রয়?
ক্ষুদ্র ভাইরাস ছুটে চলছে তাই
দিক থেকে দিগন্তেÑ
এটাই কি তবে প্রকৃতির অমোঘ প্রতিশোধ?

 


আরো সংবাদ



premium cement