০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


ডাক

-

ইট-পাথরের রঙিন খাঁচায় মন লাগে না আর,
ডাকছে আমায় শ্যাওলা ধরা ছোট্ট পুকুর পাড়!
পুকুর জলে গজিয়ে ওঠা কলমি গাছের শাখ,
সবুজ বাহু নাড়িয়ে যেন যাচ্ছে দিয়ে ডাক!

শ্যাওলাগুলো আঁকড়ে ঢেউয়ের দোদুল দোলায় দুলে,
চিংড়িগুলো ডাকছে হেসে ছোট্ট দু’হাত তুলে!
মাঝ পুকুরে ফেনিল জলে ভরিয়ে পোনার ঝাঁক,
নিজের স্বরেই যাচ্ছে দিয়ে শব্দবিহীন ডাক!

রুই-কাতলের দম্ভভরা হঠাৎ কিছু লাফ,
বলছে, ছুটে আয়রে আবার বাঁচবি ছেড়ে হাঁফ।
ডাকছে তীরের হলদে-সাদা প্রজাপতির ডানা,
পুকুরপাড়ের গর্তে বাঁচা ছোট্ট ডাহুক ছানা।

আকাশজুড়ে চক্রে ওড়াÑ বকের পাখার দোল;
বলছে ডেকে,আয়রে ছুটে, ডাকছে মায়ের কোল!
বলছে সবাই, আয় না ফিরে ছোট্ট পুকুর তীরে,
যান্ত্রিকতার নগর-জীবন যা ফেলে আয় ছিঁড়ে!

বলছে ডেকে, সবুজ জলে ডুবিয়ে পায়ের পাতা,
মনের খাতায় রচতে আবার স্বাধীন স্বপন গাঁথা।
চুপটি করে একলা বসে ছোট্ট পুকুর ঘাটে,
আধেক বোনা স্বপ্ন আবার বুনতে মনের মাঠে।


আরো সংবাদ



premium cement