২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

প্র শ্নো ত্ত র

-

প্রশ্ন : আমরা জাপান প্রবাসী, না বুঝে ইতোমধ্যে অনেক হারাম খাবার খেয়ে ফেলেছি। এখন এর জন্য কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে?
শায়খ আহমাদুল্লাহ : ক্ষমা চাওয়ার উপায় হলো আল্লাহর কাছে তাওবা করতে হবে। না বুঝে বা না জেনে হারাম খাবার খেয়ে ফেললে তার জন্য ক্ষমা চাইতে বিশেষ কোনো পদ্ধতি নেই। অন্যান্য পাপ থেকে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে হবে। আর বান্দা অজান্তে কোনো পাপ করলে আল্লাহ সেটা ক্ষমা করে দেন। রাসূল সা: বলেছেন, তিন ব্যক্তির কাছ থেকে কলম উঠিয়ে নেয়া হয়েছে (তাদের গুনাহ লেখা হয় না); তাদের মধ্যে দুই ব্যক্তি হলো- যে ভুল করেছে এবং যে ভুলে গেছে। সুতরাং যেহেতু আপনারা না জেনে হারাম খেয়েছেন তাই আশা করা যায় তাওবা করলে আল্লাহ ক্ষমা করবেন।
সূত্র : আস-সুন্নাহ্ ফাউন্ডেশন


আরো সংবাদ



premium cement