০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

‘সমর্থন করলে আজমত উল্লার চেয়ে বেশি ভোট পেত ভাতিজা’

গাজীপুরে বিএনপির আলোচনা সভা। - ছবি : নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ‘দলীয় বিধি নিষেধের কারণে গাজিপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে নিষ্ক্রিয় ছিলাম, নিজের ভাতিজাকেও নির্বাচনে সাপোর্ট করিনি। আমি সাপোর্ট করলে আজমত উল্লার চেয়ে অনেক বেশি ভোট পেত ভাতিজা।’

সোমবার দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় নগরীর রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমাদের দেশের মানুষ গরীব হোক, কিন্তু রাজনৈতিক সচেতন। গাজীপুর সিটি নির্বাচনে তারা তা দেখিয়ে দিয়েছে। এ নির্বাচনে মানুষ জুলুমের জবাব দিয়েছে।’

মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মো: আফজাল হোসেন কায়সারের সভাপতিত্বে ও ভিপি জয়নাল আবেদীন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পেশাজীবী পরিষদ নেতা অধ্যাপক নজরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা মো: আক্তারুজ্জামান, মো: আব্দুল করিম, অ্যাডভোকেট মো: মিজানুর রহমান, বসির আহমেদ বাচ্চু, সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল, মো: আসাদুজ্জামান আসাদ, মো: দেলোয়ার হোসেন, শেখ মো: আলেক, সাজ্জাদুর রহমান মামুন, আসাদুজ্জামান সোহেল, মো: মোস্তাফিজুর রহমান, মো; ইয়াসিন হোসেন প্রমুখ।

প্রধান অতিথি হাসান সরকার বলেন, ‘লাগামহীন দ্রব্যমূল্যে কারণে মানুষের জীবন আজ উষ্ঠাগত। সরকারের দুর্নীতির খেসারত আজ সাধারণ মানুষকে দিচ্ছে। সাধারণ মানুষ টের পেলেও আওয়ামী লীগ নেতারা তা টের পান না। কারণ তারা অবৈধভাবে টাকা-পয়সা কামিয়ে আরাম আয়েসে জীবন-যাপন করছেন। আমেরিকা নাকি আমাদের কাছে কিছুই না, তা হলে আমাদের এত দুর্দশা কেন?’

তিনি বলেন, ‘বিএনপি বড় দল, তাই মতবিরোধ ও ভেদাভেদ থাকতে পারে। রাজপথে যাওয়ার আগে হিংসা-বিদ্বেষ ভুলে যেতে হবে। আন্দোলনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। দেশপ্রেম ও সততা অর্জন করে তরুণ প্রজন্মকে দলে আকৃষ্ট করতে হবে। নিজেদের ভেতর দেশপ্রেম ও সততা না থাকলে তরুণ প্রজন্ম আকৃষ্ট হবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শ্রমিকদলের কেন্দ্রীয় কার্যকরী সদস্য মো: সালাহ উদ্দিন সরকার বলেন, ‘জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখান করেছে। গাজীপুর সিটি নির্বাচনে তা প্রমাণ হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী তিনবারের পৌর মেয়র ছিলেন। তার সাথে প্রতিদ্বন্দ্বী একজন বৃদ্ধা মহিলার ভোটের ব্যবধান ছিল অনেক বেশি। কিন্তু নৌকার ইজ্জত রক্ষায় কারচুপি করে ওই ব্যবধান কমিয়ে আনা হয়েছে।’


আরো সংবাদ



premium cement
এ সরকার জনপ্রত্যাশার কী করবে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন : তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর আবুধাবির কারাগার থেকে দেশে ফিরেছেন ১৪ বীর কোনাবাড়ীতে কলেজছাত্রকে গুলি করে হত্যা : কনস্টেবল গ্রেফতার অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক : ফখরুল ‘একটি চক্র জামায়াত আমিরের বক্তব্য নিয়ে অপপ্রচার চালাচ্ছে’ অস্ত্র জমা দেয়নি শামীম ওসমান ও গাজী পরিবার এবি পার্টির উপদেষ্টার পদ ছাড়লেন ব্যারিস্টার রাজ্জাক কর্মকর্তাদের তালিকা চাওয়া নিয়ে বিতর্কে মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ আশুলিয়ায় শ্রমিক দলের সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা

সকল