২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

টাঙ্গাইলে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন

টাঙ্গাইলে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন। - প্রতীকী ছবি

টাঙ্গাইলে মাদক বিক্রির দায়ে লিপি বেগম (৩৬) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোস্তফা শাহরিয়ার খান এ দণ্ডাদেশ দেন।

লিপি বেগম মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী সওদাগর পাড়ার তোফাজ্জল হোসেনের স্ত্রী।

টাঙ্গাইলের পিপি অ্যাডভোকেট এস আকবর খান জানান, ২০২২ সালের ৬ মার্চ ১০০ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রির দুই লাখ ১৯ হাজার টাকাসহ গ্রেফতার হন লিপি। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মঙ্গলবার এ মামলায় রায় দেন বিচারক। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন ছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।


আরো সংবাদ



premium cement