২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


দেশ বাঁচাতে হলে নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই : সৈয়দ হুদা

বক্তব্য দিচ্ছেন সৈয়দ এহসানুল হুদা - ছবি : সংগৃহীত

২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেছেন, দেশকে বাঁচাতে হলে নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও
দুর্নীতির প্রতিবাদে উপজেলা বিএনপির ব্যানারে আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘দেশ বাঁচানোর প্রয়োজনেই আজ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে হটাতে হবে। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই বলে আজকে এই সরকার জনবিদ্বেষী যত রকম কর্মকাণ্ড আছে সব করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা অনেকেই দেখছি বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীলদের পক্ষ থেকে জাতীয় সরকারের একটি আওয়াজ আসছিল। সেটি সরকারেরই একটি ষড়যন্ত্র।’

হুদা বলেন, ‘বাংলাদেশে সকল গণতান্ত্রিক দল নিয়ে আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই। এর কোনো বিকল্প নেই। এ সরকারকে হটানোর জন্য অবশ্যই আমরা ডান বাম সকলকে নিয়ে ঐক্য করতে চাই। কিন্তু মনে রাখতে হবে ২০১৮ সালের মতো করে হবে না ‘

তিনি বলেন, ‘জাতীয়তাবাদীর মঞ্চে জয়বাংলা স্লোগান দেয়া যাবে না। আন্দোলনের মূল পরিচালনা বিএনপি জামায়াতের হাতে রাখতে হবে। আওয়ামী লীগের কোনো পাতানো ফাঁদে পা দেয়া যাবে না।’

এর আগে বৃহস্পতিবার দুপুরে বাজিতপুরে বিএনপি দলীয় সাবেক এমপি মরহুম মজিবুর রহমান মঞ্জুর বাড়ির সামনে এই প্রতীকী অনশন কর্মসূচি শুরু হয়।

মজিবুর রহমান মঞ্জু স্মৃতি সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান মামুনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল মোমেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি কায়সার মাহমুদ রিপন, যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম নাদভী, রফিকুল ইসলাম, সোহেল মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনি ভূঁইয়া প্রমুখ।

কর্মসূচিতে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মীর যোগ দেন।


আরো সংবাদ



premium cement
চৌগাছায় হাবিব চেয়ারম্যান নির্বাচিত মিরসরাইয়ে এসকিউ ইলেকট্রিক্যালসের মালামাল চুরির সময় আটক ৫ শ্রীপুরে ভোটে বাধা ও জাল ভোটের অভিযোগে শিক্ষকসহ ৬ জনের কারাদণ্ড পেকুয়ায় চেয়ারম্যান হ‌লেন বিএনপির বহিষ্কৃত নেতা রাজু তুরস্কের ড্রোন যেভাবে রাইসির হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পেল যুক্তরাষ্ট্রের বিপক্ষে সর্বপ্রথম ম্যাচে টসে হার বাংলাদেশের ড. রফিক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত আড়াইহাজারে চেয়ারম‌্যান হ‌লেন সাইফুল ইসলাম স্বপন শৈলকুপায় ইজি বাইকের ধাক্কায় গৃহবধূ নিহত গৌরীপু‌র উপ‌জেলা চেয়ারম‌্যান হ‌লেন সোমরাথ সাহা মাথাপিছু আয় এখন ২৭৮৪ মার্কিন ডলার : বিবিএস

সকল