আড়াইহাজারে অ্যাজেন্টকে মারধর, যুবলীগ নেতার ভাইয়ের কারাদণ্ড
- আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা
- ২১ মে ২০২৪, ১৭:৪৮
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়ার দোয়াত-কলম প্রতীকের অ্যাজেন্টকে মারধরের অভিযোগে জাইদুল করিম ভুঁইয়াকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জাইদুল করিম উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূঁইয়ার ভাই।
মঙ্গলবার (২১ মে) আড়াইহাজারের সম্ভুপুরা হাইস্কুলে (ভোটকেন্দ্র ১২০) এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত জাইদুল করিম ভুঁইয়া আড়াইহাজারের লক্ষ্মীপুরার জমির উদ্দিন ভূঁইয়ার ছেলে।
জানা যায়, খাগকান্দা ইউনিয়নের ১২০ নম্বর ভোট কেন্দ্রে ভোট চলাকালীন অ্যাজেন্ট মো: মাঈনুল ইসলামের সাথে ঘোড়া প্রতীকের অ্যাজেন্ট জাইদুল করিম ভুঁইয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাঈনুল ইসলামকে মারধর করেন জাইদুল। এ সময় কেন্দ্রের দায়িত্বরত পুলিশ তাকে আটক করে। পরে আড়াইহাজার উপজেলায় দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামচুল হক নির্বাচনী বিধিমালায় তাকে দুই বছরের বিনশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা