মিরসরাইয়ে এসকিউ ইলেকট্রিক্যালসের মালামাল চুরির সময় আটক ৫
- মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২১ মে ২০২৪, ২১:২৭
চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বসুন্ধরা-সংলগ্ন এসকিউ ইলেকট্রিক্যালসের মালামাল চুরির সময় পাঁচজনকে আটক করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
মঙ্গলবার (২১ মে) তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটকরা হলেন মো: মুক্তার হোসেন (৩০), মো: ইসিয়াস হোসেন (২৭), আব্দুল আজিজ (২৪), মো: শাকিল (২৪) ও মো: ইমরান হোসেন (৩০)। তবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার সকালে এসকিউ ইলেকট্রিক্যালস লিমিটেডের ক্যাবল তার চুরি করে নিয়ে যাচ্ছিল চোরের দল। এ সময় তাদের ধাওয়া করে আটক করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির সাথে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার (এসআই) সুজন পাল বলেন, এসকিউ ইলেকট্রিক্যালস লিমিটেডের চুরির ঘটনায় পাঁচজনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।