১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শ্রীপুরে ভোটে বাধা ও জাল ভোটের অভিযোগে শিক্ষকসহ ৬ জনের কারাদণ্ড

শ্রীপুরে ভোটে বাধা ও জাল ভোটের অভিযোগে শিক্ষকসহ ৬ জনের কারাদণ্ড - নয়া দিগন্ত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে মঙ্গলবার অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচনকালে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভোটদানে বাধা প্রদান, জাল ভোট প্রদানসহ নানা অভিযোগে তাদের এ দণ্ড দেয়া হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বে থাকা কর্মকর্তা মো: হাসিবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের জোরপূর্বক ভোট দেয়ার চেষ্টা এবং প্রচারণার অভিযোগে শ্রীপুরের গোসিংগা গ্রামের ফাইজুদ্দিনের ছেলে ও স্থানীয় রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হাসান খানকে (৪৪) তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজি টুলু।

দুপুরে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে প্রিজাইডিং অফিসারসহ ভোটারদের বাধা প্রদান করার অভিযোগে শ্রীপুর উত্তরপাড়া এলাকার মো: আক্তার হোসেন ও শফিউল বাশার মেরাজ নামের দুই যুবককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

প্রায় একই সময়ে গিলারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়া অভিযোগে চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দূর্জয়ের সমর্থক ভোলা সদরের চরসামাইন এলাকার বাসিন্দা মো: শাহিনকে (২৪) ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।

আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে চরবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে শ্রীপুর উপজেলার দূর্লভপুর এলাকার বাসিন্দা মো: ফজলুকে (৪০) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম লুৎফর রহমান।

এছাড়া শ্রীপুরের বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দূর্জয়ের সমর্থক দক্ষিণ ভাংনাহাটি এলাকার বাসিন্দা মো: রাজিনকে (১৮) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।


আরো সংবাদ



premium cement