২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

নরসিংদির রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৪

নরসিংদি (ম্যাপ) -

নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের কুড়েরপাড় গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ সহ মোট আটজন আহত হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল আটটায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে কুড়েরপাড় গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে দুলাল মিয়া (৫০), মৃত নবু মিয়ার ছেলে সোহেল মিয়া (২৮), হানিফ মিয়ার ছেলে সৈয়দ হোসেন (৪২), জুলহাস মিয়ার ছেলে কালন মিয়া
(২২) গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ চারজনকে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গত ২৫ অক্টোবর কুড়েরপাড় গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন নিজ বাড়ি থেকে বের হয়ে নরসিংদীতে তার শ্বশুর
বাড়িতে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকেরা পিটিয়ে তাকে হত্যা করে।

এই ঘটনায় থানায় মামলা হলেও আসামীরা আদালত থেকে আগাম জামিন নিয়ে বের হয়ে আসে।

স্থানীয়রা বলেন, কয়েকদিন যাবত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে আসছে।

শনিবার সকালে দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষ হয়। সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। গুলিবিদ্ধ চারজন ছাড়াও আরো চারজন সংঘর্ষে আহত হয়।

এদিকে সংঘর্ষের ঘটনায় এলাকাবাসী সোহাগ মিয়া নামে এক যুবককে অস্ত্রসহ আটক করে। পরে স্থানীয় পুলিশ ক্যাম্পে তাকে হস্তান্তর করা হয়।

ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।


আরো সংবাদ



premium cement